বাংলাদেশ কেন ছাড়তে হল তসলিমা নাসরিনকে? bangla.aajtak.in-এর বিশেষ অনুষ্ঠান 'ব্যক্তিগত'-তে 'লজ্জা'র লেখিকা বলেন,'আমি যা লিখেছিলাম, সেটা কট্টরপন্থী, উগ্রবাদীদের পছন্দ হয়নি। ৯৩ সালে ফতোয়া জারি হল। আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ৯৪ সালে'। নারীদের অধিকার নিয়ে সরব হওয়াতেই তাঁর এই পরিণতি বলে মনে করেন তসলিমা। বলেন,'আমি নানা বইয়ে মেয়েদের কথা লিখতে গিয়ে ইসলামের কথা এসেছে। আমি সব ধর্মেই যেখানে নারী বিরোধী অংশ রয়েছে, তার বিরোধিতা করেছি। আমি মনে করেছি, নারীও মানুষ। পুরুষ যেমন স্বাধীনতা ভোগ করে নারীরও তেমনই স্বাধীনতা থাকা উচিত। নারীদেরও স্বাবলম্বী হওয়া, লেখাপড়া করার অধিকার রয়েছে। মৌলবাদীরা নারীবিদ্বেষী। এরা মনে করে, নারীর ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার নেই। আমার ফাঁসি চেয়ে আন্দোলন হল'।