মানসিক রোগীদের জন্য বিশেষ পদক্ষেপ করলেন আমির খানের কন্যা ইরা। বহু দিন ধরে তিনি এ বিষয়ে কাজ করছেন।
সম্প্রতি নিজের সোশাল পোস্টে ২৫ জন ইনটার্ন চেয়ে বিজ্ঞাপনও দেন তিনি।
ইরা পোস্টে লেখেন, যাঁরা মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের সাহায্য করতে চান তাঁরা যোগাযোগ করুন।
দেশের বিভিন্ন রাজ্যে ২৫ জন ইনটার্ন নিয়োগ করছেন তিনি। এক মাসের ইন্টার্নশিপে তাঁদের বেতনও দেওয়া হবে।
ইরা জানিয়েছেন, ২২ মার্চ থেকে এই কাজ শুরু হবে। ইনটার্নদের কাজ হবে ইমেল এবং ফোন কলের মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা ভোগা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
দিনে ৪ ঘণ্টার শিফ্টে কাজ হবে। এর জন্য ইনটার্নরা পাঁচ হাজার টাকা বেতনও পাবেন।
পোস্টে একটি ইমেল আইডি শেয়ার করেছেন ইরা। যেখানে আবেদন করা যাবে। এ ছাড়াও যাঁরা স্বইচ্ছায় বিনা পারিশ্রমিকে কাজ করতে ইচ্ছুক, তাঁদের কাছেও আবেদনপত্র চেয়েছেন ইরা।
কথায় আছে বিন্দু বিন্দু জলে সাগর তৈরি হয়। ইরার পদক্ষেপ সেই কথাই মনে করাচ্ছে।
খুব ছোট স্তরে পদক্ষেপ হলেও তাঁর এই কাজ বহু মানুষকে জীবনে ফেরাবে।