Advertisement

মনোরঞ্জন

Akshay Kumar: মুক্তির অপেক্ষায় অক্ষয়ের একের পর এক বড় ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 17 Jun 2021,
  • Updated 1:09 PM IST
  • 1/9

বলিউডে তিন দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। দিয়েছেন একের পর হিট। তবে গত বছর থেকে তাঁর বহু ছবি মুক্তির অপেক্ষায় আটকে রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে কমছে। সিনেমাহল খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ছবি মুক্তির দিনও প্রায় ঠিক হয়ে গিয়েছে। দেখে নিন পাইপলাইনে কোন কোন সিনেমা রয়েছে।

  • 2/9

বেলবটম
সিনেমার শুটিং বহু দিন আগে শেষ হয়েছিল। সিনেমায় ভারতীয় সিক্রেট এজেন্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সঙ্গে রয়েছেন, হুমা কুরেশি, বাণী কাপুর এবং লারা দত্ত। মুক্তি পাবে ২৭ জুলাই।

  • 3/9

সূর্যবংশী
বহু প্রতিক্ষীত ছবি। ২০২০ থেকে মুক্তি অপেক্ষায় রয়েছে। মাল্টি স্টারার ছবিতে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে অক্ষয়কে। মুক্তির তারিখ ঠিক হয়েছে ১৫ অগাস্ট।

  • 4/9

অতরঙ্গি রে
লক ডাউনের আগে শুটিং শেষ হয়েছে ছবির। ছবিতে সারা আলি খান এবং ধনুষ-ও রয়েছে। তাজমহলে ছবির অনেকটা অংশ শুট করা হয়েছিল। মুক্তি তারিখ ঠিক করা হয়েছে ৬ অগাস্ট।

  • 5/9

পৃথ্বীরাজ
লকডাউনের কারণে শুটিংয়ে বার বার সমস্যা হয়েছে তবে সিনেমার শুটিং প্রায় শেষের পথে। ছবিতে ডেবিউ করছএন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। মুক্তি পেতে পারে নভেম্বর মাসে।

  • 6/9

রক্ষাবন্ধন
আনন্দ এল রাই পরিচালিত ছবিতে মূল চরিত্রে থাকবেন অক্ষয়। ছবি মুক্তি পাবে ৫ নভেম্বর।

  • 7/9

বচ্চন পাণ্ডে
সিনেমায় অক্ষয় লুক নিয়ে এর মধ্যে বেশ চর্চা হচ্ছে। ছবির অক্ষয়ের সঙ্গে রয়েছেন কৃতি স্যানন। মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

  • 8/9

রামসেতু
শুটিং সবে শুরু হয়েছিল। তবে লক ডাউনের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। শুটিং শুরুর অপেক্ষায় সকলে। ছবিতে অক্ষয় একজন প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় অভিনয় করছেন।

  • 9/9

ও মাই গড ২
প্রথম পার্টি দারুণ হিট হয়েছিল। দ্বিতীয় পার্টে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী মুখ্য ভূমিকায় থাকবেন। পরিচালনা করছেন অমিত রায়। মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

Advertisement
Advertisement