Advertisement

মনোরঞ্জন

Altaf Raja On Sahitya Aajtak 2025: 'তুম তো ঠেহরে পরদেশি...', সাহিত্য আজতকের মঞ্চ মাতালেন আলতাফ রাজা! আর কী কী চমক দিলেন শিল্পী?

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 21 Nov 2025,
  • Updated 6:22 PM IST
  • 1/7

ভারতীয় সাহিত্য, শিল্প ও বিনোদনের ত্রিমূর্তির সঙ্গম চলছে রাজধানীতে এবং সাহিত্যিক তারকাদের এই মহাসমাবেশের নাম 'সাহিত্য আজতক'। সেখানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়েছে। দিল্লিতে আয়োজিত এই মহাকুম্ভ ২১, ২২ ও ২৩ নভেম্বর মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বাংলার সাহিত্য, কবিতা, গান নিয়ে বিস্তারিত চর্চা ও বিতর্ক সভা চলছে তিন দিন ব্যাপী। 

  • 2/7

সাহিত্য আজতকের মঞ্চে হাজির ছিলেন আলতাফ রাজা।  গায়ক তাঁর সুরেলা কণ্ঠে গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

  • 3/7

সাহিত্য আজতক অনুষ্ঠানে, 'দিল কি কস্টি নজর সে চলতে হ্যায়...' কবিতাটি দিয়ে শুরু করেন আলতাফ। উচ্ছ্বসিত হয়ে পড়েন সকলে।

  • 4/7

এরপর আলতাফ রাজা তাঁর সুপারহিট গান 'তুমসে কিতনা প্যায়ার হ্যায় দিল মে উতার কর দেখ লো...' গানটি গেয়ে সকলের মন জয় করলেন।

  • 5/7

 এদিন গায়ক কিছু কবিতা পরিবেশনা করেন। তাঁর গানের পাশাপাশি কবিতাও সকলের মন ছুঁয়ে যায়।

  • 6/7

আলতাফ রাজা তাঁর সুপারহিট গান 'আওয়ারা হাওয়া কা ঝোঁকা হুঁ...' গানটি গেয়েছেন সাহিত্য আজতকের মঞ্চে। দর্শকদের মধ্যে থাকা তরুণরা শিল্পীর সঙ্গে যোগ দেন, কণ্ঠ মেলাতে শুরু করে।

  • 7/7

তাঁর কণ্ঠে 'তুম তো ঠেহরে পরদেশি' গানটি শুনে তরুণরা আপ্লুত হয়ে নাচতে শুরু করে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement