Advertisement

মনোরঞ্জন

Dharmendra Demise: কিছুদিন পরেই ছিল জন্মদিন, গ্র্যান্ড সেলিব্রেশনের প্ল্যান ছিল সানি, ববি, এষাদের

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Nov 2025,
  • Updated 3:57 PM IST
  • 1/11

৮৯ বছর বয়সে প্রয়াত বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। সোমবার সকাল থেকেই অবস্থার অবনতি ঘটে অভিনেতার।
 

  • 2/11

সংবাদ সংস্থার ভিডিও অনুসারে, মুম্বইয়ের শ্মশানের বাইরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলিউড সেলেবরা। 
 

  • 3/11

একে একে আসেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, সলমন খান সহ একাধিক বলিউড তারকারা। 
 

  • 4/11

চোখের জল মুছতে মুছতে স্বামীর শেষকৃত্যে পৌঁছান স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। তবে মুখ ঢাকা ছিল এষার। 
 

  • 5/11

বলিউডের হি-ম্যান-এর প্রয়াত হওয়ার ঘটনায় শোকাহত তাঁর সহ-অভিনেত্রী শর্মিলা ঠাকুর। চুপকে চুপকে, আঁধি, নমক হালাল, সবসে বড়া রূপাইয়া সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেন শর্মিলা-ধর্মেন্দ্র। শর্মিলা জানিয়েছেন যে অসাধারণ মানুষের চলে যাওয়া ভীষণ দুঃখের।  
 

  • 6/11

আশা পারেখের সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। অভিনেতার প্রয়াণের খবরে আশা জি বলেন, সকলের যত্ন নেওয়া মানুষটি চলে গেল। শ্যুটিং সেটে ধর্মেন্দ্র জি সকলের দিকে খেয়াল রাখতেন। 
 

  • 7/11

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর প্রথম রুটিন চেকআপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। ১০ নভেম্বর তাঁর অবস্থার অবনতি ঘটে। রটে গিয়েছিল মৃত্যুগুঞ্জনও।
 

  • 8/11

এর দিনদুয়েক পরেই অভিনেতাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতেই চিকিৎসা চলতে থাকে তাঁর।
 

  • 9/11

৮ ডিসেম্বরই ৯০ বছরে পা দিতেন ধরম জি। পরিবারের সদস্যরা এই জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার প্রস্তুতি শুরু করেছিলেন।
 

  • 10/11

মুম্বইয়ের বান্দ্রায় ধর্মেন্দ্রের বাড়িতেই বড়সড় আয়োজনের পরিকল্পনা চলছিল। সানি দেওল ও ববি দেওল এই অনুষ্ঠানের দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন। 
 

  • 11/11

ধর্মেন্দ্রর ৯০ বছরের গ্র্যান্ড জন্মদিনে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খানেরও উপস্থিত থাকার কথা ছিল। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement