Advertisement

মনোরঞ্জন

Karan Johar-এর পার্টিতে গ্ল্যামারাস লুকে Ananya Pandey, দেখুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 18 Mar 2022,
  • Updated 12:42 PM IST
  • 1/8

করণ জোহরকে তো শুধু পার্টি এলিমেন্ট বললেও কম বলা হয়। তাঁর পার্টির শুধু বাহানা চাই। এবার করণ নিজে পার্টি দিয়েছেন ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতার জন্মদিনে। সেখানে গ্র্যান্ড পার্টিতে হাজির ছিলেন বলিউডের সেলেবরাও। যথারীতি।

  • 2/8

এখন করণের পার্টিতে অনন্যা পাণ্ডের গ্ল্যামারের তরকা উপস্থিত সকলের হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি শির ড্রেসে পার্টিতে হাজির হন। যা দেখে সকলের চোখ আটকে যায় তার উপর।

  • 3/8

নেটের পোশাকে অনন্যার ওই গ্ল্যামারাস আউটফিট নিয়ে অনেকে অনন্যাকে স্টাইলিশ বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ এটাকে পছন্দ করেননি। তবে যাই হোক তারিয়ে উপভোগ করেছেন পার্টি থেকে নেটিজেন সকলেই।

  • 4/8

এটা অস্বীকার করার উপায় নেই, অনন্যা পাণ্ডে বলিউডের স্টাইলিশ ও গ্ল্যামারাস অ্যাক্টরদের মধ্যে একজন। তবে এবার অনেককে তাঁর স্টাইল নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে।

  • 5/8

কেউ অনন্য়ার এই পোশাক দেখে সুন্দর ও আকর্ষণীয় বলেছেন। আবার কেউ কেউ তাঁকে প্যান্ট পরতে পরামর্শ দিয়েছেন। কেউ কেউ বলেছেন স্টাইল বদলানোর সময় এসেছে।

  • 6/8

অনন্যা পাণ্ডে তাঁর পোশাকের সঙ্গে গ্লসি মেকআপ করেছেন। তার সঙ্গে তিনি চুল হালকা কার্ল করেছেন। লুক কমপ্লিট করার জন্য তিনি ব্ল্যাক কালারের ডিজাইনার ক্লাচ লাগিয়েছেন। সঙ্গে ব্ল্যাক হিলসও পরেন।

  • 7/8

যাই হোক যে যাই বলুক, অনন্যা নিজেরে চেহারায় হালকা স্মাইল ধরে রেখেছিলেন। পুরো পার্টির নজর ছিল তাঁর দিকেই। তিনি নীলম কোঠারি ও সমীর সোনির সঙ্গে গলা জড়িয়ে ধরতে দেখা যায়।

  • 8/8

photo Courtesy -Yogen Shah

Advertisement
Advertisement