Advertisement

টেলিভিশন

Didi No 1: রঙের উৎসব উদযাপন 'দিদি নম্বর ১'-র মঞ্চে! নাচ-গান-আড্ডায় মাতাবেন তারকারা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Mar 2022,
  • Updated 1:11 PM IST
  • 1/12

যে কোনও উৎসব মানেই  ফিকশন থেকে নন-ফিকশন শো, সবেতেই দেখানো হয় সেই বিশেষ পর্ব। এই বছর ১৮ মার্চ দোলযাত্রা। আর রঙের উৎসব উদযাপন হবে না 'দিদি নম্বর ১' -এর মঞ্চে তা কখনও হয়? 

  • 2/12

বাঙালির বারো মাসে তের পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। 'দিদি নম্বর ১'-র মঞ্চে রঙের উৎসব উপলক্ষে একঝাঁক তারকা নিয়ে হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। 

  • 3/12

তবে এখানে উদযাপন একদিনের নয়। ১৮ থেকে ২০ মার্চ, তিন দিন ধরে চলবে সেলিব্রেশন। হাজির থাকবেন বিভিন্ন ক্ষেত্রের তারকা জুটিরা। 

  • 4/12

হোলি মানেই রঙের মেলা। 'দিদি নম্বর ১'-র মঞ্চেও খামতি থাকবে না কোনও কিছুর। আবির, পিচকারি, জল বেলুন থেকে শুরু করে হোলির রকমারি সরঞ্জাম মজুত থাকবে সেটে। 
 

  • 5/12

'দিদি নম্বর ১'-এর সিজন ৯ -তে নতুন ভাবে সাজানো হয়েছে গেম শো-এর ফরম্যাট। খেলা থেকে সেট সবেতেই রয়েছে নতুনত্ব। তবে হোলির বিশেষ পর্বে, খেলা থাকবে সেই থিমেই। 
 

  • 6/12

নাচ -গান -আড্ডা -হুল্লোড়ে একেবারে জমজমাট তিনদিনের সাক্ষী থাকবেন দর্শকেরা। 

  • 7/12

শিল্পী জুটি ইমন চক্রবর্তী -নীলাঞ্জন ঘোষের বিয়ের পর এটা দ্বিতীয় দোল। দু'জনে মঞ্চ মাতাবেন গানে -গানে। তবে শুরু গান বললে ভুল হবে। গানের পাশাপাশি নৃত্যপ্রেমী ইমনকে কোমর দোলাতেও দেখা যাবে। 

  • 8/12

এছাড়াও হাজির থাকবেন নবনীতা দাস - জিতু কমল, সৌরভ সাহা -সুস্মিতা সাহা, শ্রুতি দাস - স্বর্ণেন্দু সমাদ্দার সহ আরও অনেকে। 

  • 9/12

হোলি স্পেশাল পর্বে থাকবেন সোনালি চৌধুরী -রজত ঘোষ দস্তিদার,  মধুবনি গোস্বামী -রাজা গোস্বামী, মৌসুমী ভট্টাচার্য -দীপাঞ্জন ভট্টাচার্য সহ আরও বহু তারকা। 

  • 10/12

 জি বাংলার 'দিদি নম্বর ১' বাংলার প্রত্যেক ঘরে ঘরে সকলের প্রিয়। জনপ্রিয় এই নন-ফিকশন শো-এ, এবারও হিটসঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়।

  • 11/12

প্রসঙ্গত, 'দিদি নম্বর ১' -এর আগের ৮ টি সিজনের মধ্যে ৫ টি সিজনের সঞ্চালিকা ছিলেন রচনা। প্রথম সিজনে এই দায়িত্ব পালন করেছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। এছাড়া সিজন ৩ -এ জুন মালিয়া এবং সিজন ৫-এ দেবশ্রী রায়কেও সঞ্চালিকা হিসাবে দেখা গেছে।

  • 12/12

শেষ সিজনটিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত হওয়ার পর, তিনি কয়েকদিনের বিরতি নেন। সেই সময় সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস সেই দায়িত্ব সামলেছেন। তবে 'দিদি নম্বর ১' মানেই রচনাকে সবচেয়ে বেশি কাছের করে নিয়েছেন দর্শকেরা।  

Advertisement
Advertisement