Advertisement

মনোরঞ্জন

কালো মনোকিনিতে অঙ্কিতা লোখান্ডে! বয়ফ্রেন্ডের সঙ্গে অভিনেত্রীর সিমলা ট্রিপ, দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 15 Feb 2021,
  • Updated 12:04 PM IST
  • 1/8

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে তাঁর বয়ফ্রেন্ড  ভিকি জৈনের সঙ্গে সিমলা গিয়েছেন ভ্যালেন্টাইন্স ডে-এর আগে। বিমানে যাত্রা থেকে শুরু করে হোটেলের বিভিন্ন মুহূর্তের ছবি  অভিনেত্রী শেয়ার করেছেন নিজেই। 

  • 2/8

অঙ্কিতা হোটেলের সুইমিং পুল থেকে দুটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। এই প্রথম তাঁকে কালো মনোকিনিতে দেখা গেছে। 

  • 3/8

নিজের ইনস্টা স্টোরিতে ভিকির সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি নিজেই তাঁর একটি ভিডিয়োতে সিমলা যাওয়ার কথা বলেছেন। 

  • 4/8

যদিও তিনি কাজের জন্যে না ছুটি কাটাতে সিমলা গিয়েছেন তা এখনও জানা যায়নি। সেখানে ভ্যালেন্টাইন্স ডে- উৎযাপন করেছেন এই জুটি। 
 

  • 5/8

অঙ্কিতা ও ভিকির বাগদান হয়ে গেছে বলে জল্পনা দীর্ঘদিনের। গত বছর প্রয়াত অভিনেতা ও অঙ্কিতার প্রাক্তন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি সরব হয়েছিলেন। সেই সময় তাঁকে ভিকিও যথেষ্ট সাপোর্ট করেছেন। 

  • 6/8

এই জন্যে ভিকিকে বারবার ধন্যবাদ জানিয়েছেন অঙ্কিতা। একটি পোস্টে তিনি লিখেছেন, " আমার অনুভূতি বোঝানোর জন্যে আমার কোনও ভাষা নেই। আমাদের দুজনকে একসঙ্গে দেখে আমার নিজের বারবার মনে হয়, আমি ভগবানের কাছে কৃতজ্ঞ আমার জীবনে একজন বন্ধু ও আদর্শ জীবনসঙ্গী এনে দেওয়ার জন্যে।" 

  • 7/8

 তিনি আরও লিখেছেন, "আমার পাশে সব সময়ে থাকার জন্যে ও আমার সব সমস্যাকে নিজের ভাবার জন্যে অনেক ধন্যবাদ। আমার যে কোনও প্রয়োজনে পাশে থাকার জন্যেও ধন্যবাদ। আমার সাপোর্ট সিস্টেম হওয়ার জন্যে ধন্যবাদ তোমায়।"

  • 8/8

 অঙ্কিতা আরও লিখেছেন, "আমায় এবং আমার পরিস্থিতি বোঝার জন্যে অনেক ধন্যবাদ। আমি অনেক সমালোচনার স্বীকার হয়েছি, সেই জন্যে আমি দুঃখিত। শব্দ খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাদের এই বন্ধন অসাধারণ। তোমায় ভালোবাসি ভিকি।"

(ছবি সৌজন্য: ইনস্ট্রাগ্ৰাম)

Advertisement
Advertisement