Advertisement

মনোরঞ্জন

সুশান্ত-অঙ্কিতার কেন ব্রেকআপ হয়েছিল? আসল কারণ জানালেন অভিনেত্রী

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Mar 2021,
  • Updated 9:44 PM IST
  • 1/8

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার ৯ মাস কেটে গেলেও তিনি এখনও তাঁর অসংখ্য অনুগামীদের মনে রয়েছেন। তাঁর মৃত্যুর পর অভিনেতার প্রাক্তন গার্লফ্রেন্ড, অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।
 

  • 2/8

সুশান্ত ও অঙ্কিতা দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। এমনকি বিয়ের প্ল্যানিংও করছিলেন দুজনে। কিন্তু হঠাৎই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। 

  • 3/8

সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতাকে নানা রকম ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এই অভিনেত্রী, আসলে তাঁর নানা খুশির মুহূর্তগুলি শেয়ার করেছিলেন সকলের সঙ্গে। 

  • 4/8

এসএসআর -র কিছু ফ্যানেরা প্রশ্ন তুলেছিলেন যে, এত তাড়াতাড়ি কীভাবে তিনি সব ভুলে খুশি আছেন? এমনকি অনেকে বলতে শুরু করেন যে, অঙ্কিতাই সুশান্তকে ছেড়ে গিয়েছিলেন। এবার মুখ খুললেন অভিনেত্রী।
 

  • 5/8

সুশান্তের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেছেন। "সেই সময়ে আমি আমার সম্পর্কের জন্য অনেক কিছু করেছি। তবে আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলের সামনে এনে তা আলোচনার বিষয়বস্তু করে তুলতে চাই না।" 
 

  • 6/8

অঙ্কিতা আরও বলেন, "আমি কাউকে দোষ দিতে চাই না। সুশান্তের ইচ্ছে খুব পরিষ্কার ছিল। ওঁ নিজের কেরিয়ার নিয়ে অনেক এগোতে চেয়েছিল। তাই নিজের কেরিয়ারকে বেছে নিয়ে এগিয়ে যায়।"
 

  • 7/8

অঙ্কিতা লোখান্ডের কথায়, " কিন্তু সেই ২.৫ বছর আমায় অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না যে সেই মুহূর্তেই কাজে ফিরবো। কিন্তু আমার পরিবার আমার পাশে ছিল। সেই সময়ে আমি জানতাম না এরপর কী করবো। আমার জীবন শেষ হয়ে গিয়েছিল।"
 

  • 8/8

প্রায় দীর্ঘ ৬ বছর সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। 'পবিত্র রিস্তা' সিরিয়াল দিয়েই কেরিয়ার ও প্রেমের গ্ৰাফ একসঙ্গেই উঠতে থাকে তাঁদের। এরপর ২০১৬ সালে সম্পর্ক ভেঙে যায় এই জুটির। 

গত ১৪ জুন বান্দ্রার ফ্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। 

Advertisement
Advertisement