Advertisement

মনোরঞ্জন

প্রায় ১ কোটি টাকার ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি কিনেছেন অর্জুন! দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 Apr 2021,
  • Updated 7:18 PM IST
  • 1/8

নতুন গাড়ি কিনেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। বলা যায় এখন ল্যান্ড রোভার ডিফেন্ডারের মালিক অর্জুন। 

  • 2/8

সোমবার সন্ধ্যায় তাঁর নতুন গাড়ি করেই বেড়িয়েছিলেন অভিনেতা। আর তাতেই পাপারাৎজ্জিদের চোখ এড়ায়নি। জুহুতে তাঁর বাড়ির কাছে ছবিগুলি লেন্সবন্দী করেছেন যোগেন শাহ। 
 

  • 3/8

সাদা টি-শার্টের সঙ্গে কালো ডেনিম প্যান্ট পরেছিলেন অর্জুন। মুখে ছিল কালো মাস্ক।

  • 4/8

অর্জুনের এই নতুন গাড়ির, বাজারে বর্তমানে দাম প্রায় এক কোটি টাকা।

  • 5/8

ডিফেন্ডার ফার্স্ট এডিশন কিনেছেন অর্জুন কাপুর। যেটিতে ২.০ লিটার ৪ সিলিন্ডার পি৩০০ পেট্রোল ইঞ্জিন আছে। এছাড়াও এটি ২৯৬ বিএইচপি বেল্ট দেয় যা ৭ সিটার এসইউভি ক্ষমতা সম্পন্ন।
 

  • 6/8

এই অত্যাধুনিক গাড়িতে অল ​​হুইল ড্রাইভ আছে এবং ৪ স্পীড গিয়ার বক্সে দিয়ে সজ্জিত। শুরু এই নয়, ডিফেন্ডারে এছাড়াও রয়েছে আরও অন্যান্য ফিচার।
 

  • 7/8

প্রায়শই শিরোনামে থাকেন বলিউডের লাভ বার্ডস মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। এমনকি তাঁদের ভালবাসায় ভরা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায়ও ভরে থাকে। যে কোনও বিশেষ অনুষ্ঠান এবং উৎসব, সবেতেই একসঙ্গে উদযাপন করেন তাঁরা। তবে এদিন অর্জুনের সঙ্গে দেখা যায় নি মালাইকাকে।

  • 8/8

প্রসঙ্গত, অর্জুন কাপুরের সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'সন্দ্বীপ অউর পিঙ্কি ফারার'। এছাড়াও পাইপলাইনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। 'ভূত পুলিশ' এবং 'এক ভিলেন রিটার্নস' তার মধ্যে অন্যতম। (সমস্ত ছবি লেন্সবন্দী করেছেন যোগেন শাহ) 

Advertisement
Advertisement