নববর্ষের উদযাপনে মেতে উঠেছেন সকলে। বাদ যায়নি বাঙালিদের রোজকার সঙ্গী টেলিভিশন তারকারাও। আগামী বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে জি বাংলায় আয়োজন হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের।
বাংলা বছরের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নগদ করার প্রক্রিয়াকে হালখাতা বলে। আসলে খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এদিন। দোকানে পুজোর পাশাপাশি এই বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। হালখাতা উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিস্টিমুখ করান। সঙ্গে নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেন তাঁদের হাতে। আর বিশেষ এই উৎসব উপলক্ষে মিঠাই - তেও মিষ্টির দোকানে আয়োজন হয়েছে হালখাতার।
হালখাতা উপলক্ষে মিঠাইদের বাড়িতে কার্যত চাঁদের হাট বসবে নববর্ষের দিন। টানা দু'ঘণ্টা ধরে চলবে বিশেষ অনুষ্ঠান। বলাই বাহুল্য নাচে-গানে জমে যাবে গোটা পর্ব।
হাল খাতার দিন মিঠাই এবং তাঁর পরিবারের ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রচুর অর্ডার পেয়েছে তাঁরা। কিন্তু দোকানের কর্মীরা মিষ্টি বানানোর কাজ অসম্পূর্ণ রেখে গেছেন। এবার উপায়? মোদক পরিবারে এদিকে যে গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন হয়েছে।
জি বাংলার অন্যান্যা পরিবারের থেকে সাহায্য চাইবেন মিঠাই। মোদক পরিবারের মিষ্টির দোকানে খাওয়া-দাওয়া, পুজোর পাশাপাশি আনন্দে মেতে উঠবেন সকলে।
মনোহরা বাড়িতে এই ভাবেই একটি দুর্দান্ত পয়লা বৈশাখ উদযাপিত হবে। যেখানে থাকবেন রিমলি, অপু সহ আরও অনেকে। আগামী ১৫ এপ্রিল নববর্ষের দিন রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত চলবে 'মিঠাই তে বৈশাখী হালখাতা'।