বিগত কিছু সময়ে বারেবারেই মাদক যোগ পাওয়া গিয়েছে বলিউডে। প্রথমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় তোলপাড় হয় বলি পাড়া। বেশকিছু সেলেবকে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার ফের একবার শিরোনামে মাদক। অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতার করল এনসিবি।
আরিয়ান খান সাধারণত লাইমলাইটে থাকেন না। সম্প্রতি একটি ক্রুজ থেকে তাঁকে গ্রেফতার করে এনসিবি। মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
আরিয়ান খানকে একটি বিলাসবহুল ক্রুজ থেকে গ্রেফতার করা হয়েছে। যেখানে রয়েছে বিবিধ সুবিধা। সেই ক্রুজে রাত্রিবাসের খরচও যথেষ্টই।
ক্রুজটির নাম কর্ডেলিয়া। বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করার জন্য এই ক্রুজে রয়েছে প্রচুর ব্যবস্থা।
এই ক্রুজে রয়েছে ফুড প্যাভেলিয়ন, ৩ বিশেষ রেস্তোরাঁ, ৪টি বার ও ফিটনেস সেন্টার। তাছাড়াও রয়েছে স্পা ও সেলুন। রয়েছে ক্যাসিনো এবং থিয়েটারও। আছে, সুইমিং পুল, নাইটক্লাব, লাইভ ব্যান্ড ও ডিজে, শপিং কমপ্লেক্স, অ্যাডভেঞ্জার অ্যাক্টিভিডি সহ আরও অনেক কিছু।
ক্রুজের ক্যাসিনোটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্যাসিনোর সঙ্গে রয়েছে বারও।
এই ক্রুজের প্যাকেজ ট্যুর শুরুই হচ্ছে ১৭,৭০০ টাকা থেকে। ক্রুজে এক রাত কাটানোর জন্য দিতে হবে এই অর্থ। পাশাপাশি এই ক্রুজে রাতে মুম্বই থেকে গোয়া ট্যুরের খরচ ৫৩,১০০ টাকা, যাতে যেতে পারবেন ২ জন। আর এই ক্রুজে ২ রাত হাই সি প্যাকেজের খরচ হল ৩৫,৪০০ টাকা।
গত মাসের ১৮ তারিখেই যাত্রা শুরু করেছে ক্রুজটি। আগামী বছর শ্রীলঙ্কাতেও শুরু হবে এর পরিষেবা। এনসিবির কর্তারা এই ক্রুজের পার্টিতেই অতিথি হিসেব যোগ দিয়েছিলেন।
ইতিমধ্যেই আরিয়ানকে ১ দিনের হেফাজতে নিয়েছে এনসিবি। তিনি মাদক নিয়েছিলেন বলে জেরায় স্বীকার করেছেন, এমনটাই জানা যাচ্ছে।