Advertisement

মনোরঞ্জন

মধুচন্দ্রিমায় তুরস্ক যাচ্ছেন বরুণ-নাতাশা! জানেন বলি তারকাদের প্রিয় Honeymoonডেস্টিনেশন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 26 Jan 2021,
  • Updated 10:29 PM IST
  • 1/8

বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের পর এখন তাদের মধুচন্দ্রিমার গন্তব্য নিয়ে জোর আলোচনা চলছে।  শোনা যাচ্ছে নবদম্পতি তাদের হানিমুনের জন্য তুরস্কে যাবেন। বরুণ এবং নাতাশার হানিমুনের গন্তব্য নিয়ে যখন শোরগোল তখন চলুন একটু রিক্যাপ করা যাক। জেনে নেওয়া যাক বলিউড সেলিব্রেটিরা কোথায় গিয়েছিলেন তাদের মধুচন্দ্রিমা উদযাপনে। 

  • 2/8

মালাইকা অরোরা-আরবাজ খান 
যদিও মালাইকা অরোরা এবং আরবাজ খান এখন ডিভোর্স হয়ে গেছে , তবে এক সময় এই দম্পতি  ছিলেন বলিউডের অন্যতম গ্ল্যামার কাপেল।  মালাইকা এবং আরবাজ ১৯৯৮ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন। তারা হানিমুনের জন্য মলদ্বীপে যান।
 

  • 3/8

শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রা
২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পার, ওই সময় রাজ শিল্পার প্রেমের গল্পই ছিল 'টক অফ দ্য টাউন'। শোনা যায়, ৩ কোটির এনগেজমেন্ট রিং পরিয়ে নাকি শিল্পার সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন রাজ। দু'জনে বিয়ের পর মার্কিন মুলুকে মধুচন্দ্রিমা কাটাতে যান। 
 

  • 4/8

আনুষ্কা শর্মা-বিরাট কোহলি 
আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির স্বপ্নের বিয়ের পরে ভক্তরা তাদের হানিমুনের গন্তব্য নিয়ে বেশ উৎসাহী ছিলেন। এই সেলিব্রিটি দম্পতি ফিনল্যান্ডকে হানিমুনের জন্য বেছে নিয়েছিলেন। এই তারকা দম্পতি বিশেষ কারণেই ইউরোপের এই দেশটিকে বেছে নেন, যাতে  কেউ তাদের একান্ত ব্যক্তিগত সময়ে বিরক্ত করতে না পারে।

  • 5/8

কাজল-অজয় দেবগন
 কাজল এবং অজয় ​​দেবগনের হানিমুনের গল্পটি খুব মজার।  দু'জনে  হানিমুনে বিশ্ব ভ্রমণের  পরিকল্পনা করেছিলেন। অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলেস হয়ে  লাস ভেগাস। সেখান থেকে  গ্রিস। তবে গ্রিসে গিয়ে অজয়  ​​অসুস্থ হয়ে পড়ায় তাদের  দুই মাসের মধুচন্দ্রিমায় সেখানেই ইতি টানতে হয়। কাজল নিজেই এই সিক্রেট ফাঁস করেছিলেন।

  • 6/8

শাহিদ কাপুর-মীরা রাজপুত 
শাহিদ কাপুর এবং মীরা রাজপুত ২০১৫ সালে বিয়ে করেছিলেন। বিয়ের পরে লন্ডনে তাঁর হানিমুনে যান। তাদের হানিমুন ডেস্টিনেশনটি  অন্যান্য সেলিব্রিটিদেরও   প্রিয় গন্তব্য।
 

  • 7/8

কারিনা কাপুর-সাইফ আলি খান 
কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন। মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যান্ড গিয়েছিলেন। সুইজারল্যান্ড এই দম্পতির প্রিয় গন্তব্য। তারা বিয়ের আগে এবং পরেও অনেকবার ছুটি কাটাতে ইউরোপের এই দেশে গিয়েছেন।
 

  • 8/8

ঐশ্বর্য  রাই-অভিষেক বচ্চন 
২০০৫ সালে ঐশ্বর্য  রাই এবং অভিষেক বচ্চন বিয়ে করেন। হানিমুনের জন্য ইউরোপ ট্যুরে  যান তারা । এই সময়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন নবদম্পতি । এরপরেও একাধিকবার তাদের ইউরোপ ভ্রমণে যেতে দেখা গিয়েছে।

Advertisement
Advertisement