Advertisement

মনোরঞ্জন

Christmas 2020: কঙ্গনা থেকে অমিতাভ, দেখুন বলি সেলেবদের সেলিব্রেশন

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Dec 2020,
  • Updated 6:37 PM IST
  • 1/10

বছরের এই সময়টা সেলিব্রেশনে মাতেন সকলে। বাদ গেলেন না বলিউড তারকারাও। প্যানডেমিক পরিস্থিতি, তাই আনন্দে কিছুটা ভাটা পড়েছে। তবে নিজেদের মতো করে বড়দিন উদযাপন করছেন সকালে। একসঙ্গে ক্রিসমাস সেলিব্রেশন করলেন বচ্চন পরিবার। রয়েছেন বিগ বি, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, আরাধ্যা বচ্চন ও পরিবারের সকলে। অমিতাভ কন্যা নব্য নভেলি নন্দা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিগুলি শেয়ার করেছেন।( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

  • 2/10

বড়দিনের গ্রাফিক্যালি ভিডিওর মাধ্যমে সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন গ্ল্যামার কুইন মাধুরি দিক্সিত। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

  • 3/10

স্ত্রী তাহিরা কাশ্যপ ও দুই ছেলে মেয়েকে নিয়ে ক্রিসমাস পার্টিতে আয়ুষ্মান খুরানা। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)
 

  • 4/10

বড়দিনে আবেগপ্রবণ হয়ে কাজল শেয়ার করলেন পরিবারের একটি কোলাজ। বিশ্বজুড়ে যেই অতিমারী চলছে, তার জন্যে বার্তা দিলেন অভিনেত্রী। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

  • 5/10

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই ক্রিসমাসের ছবি দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সঙ্গীতশিল্পী নিক জোনাস। সাদা কালো কম্বিনেশনের লং কোর্ট পরেছেন এই জুটি‌। বিদেশে থাকলেও ভারতীয় আচার-অনুষ্ঠান পালন করেন তাঁরা দুজনে। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

  • 6/10

 ক্রিসমাস ইভে কফি খেতে খেতে করিষ্মার কাপুরের এই ছবি নজর কেড়েছে অনেকেরই। যদিও এরপরে নবাব পরিবারের সেলিব্রেশনে মেতেছিলেন অভিনেত্রী। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

  • 7/10

বড়দিনে নবাব পরিবারে আয়োজন করা হয়েছিল ক্রিসমাসের গ্ৰ্যান্ড সেলিব্রেশন। এদিনের পার্টিতে ছিল রাজকীয় খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

  • 8/10

সমালোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বড়দিনে পরিবারের সঙ্গে তিনি শেয়ার করেছেন অনেকগুলি ছবি। তবে শুভেচ্ছা বার্তাতেও রয়েছে বিতর্কিত মন্তব্য। বলি ক্যুইন লিখেছেন, "বড়দিনের শুভেচ্ছা শুধুমাত্র তাঁদের যারা সমস্ত ধরনের ভারতীয় উৎসবের মর্যাদা দেন এবং শুধুমাত্র হিন্দু উৎসব উদযাপন করেন না"। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

 

  • 9/10

অভিনেত্রী মালাইকা অরোরা খান ও অমৃতা আরোরা পরিবারের সঙ্গেই ছিলেন বড়দিনে। তবে সে ছবিতে দেখা মেলেনি অর্জুন কাপুরের। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

  • 10/10

লাল সোয়েটার, হালকা রঙের জিন্স আর হরিণ শিংয়ের হেয়ার ব্যান্ড পরে ক্রিসমাস ট্রি সাজাচ্ছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। পীযূষ ইনস্টা প্রোফাইলে শেয়ার করেছিলেন সেই ছবি। ( ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

Advertisement
Advertisement