এদিন দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থীর উৎসব। গণপতি বাপ্পার নাম সর্বত্র। সবাই বাপ্পার সামনে মাথা নত করছে। আজকের দিনটি কেবল সাধারণ ভক্তদের জন্য নয়, বলিউড তারকাদের জন্যও একটি বিশেষ দিন। এদিন অনেক বড় তারকারা গণপতি বাপ্পার পূজা করছেন। প্রত্যেক বছর নিয়ম করে এই তারকারা গণপতির আরাধনা করেন। তালিকায় রয়েছেন সোনু সুদ এবং তাঁর পরিবার।
অভিনেতা গোবিন্দা ও তার পরিবার গণপতি বাপ্পার পরম ভক্ত। গোবিন্দা সব সময় বাপ্পা পূজা করেন। এর পাশাপাশি গণপতি উৎসবের সময় বাড়িতে এনে ভগবানের সেবাও করেন।
সবাই জানেন সঞ্জয় দত্ত মহাদেবের ভক্ত। কিন্তু আপনি কি জানেন সঞ্জয় এবং তার স্ত্রী মান্যতা দত্ত ভগবান গণেশকে খুব বিশ্বাস করেন? সঞ্জয় দত্ত-র বায়োপিকে এর ভালোই আভাস মিলেছিল। প্রতি বছর গণেশ চতুর্থীতে ভগবানকে তাদের বাড়িতে নিয়ে আসেন।
বলিউডের গ্রিক গড হৃতিক রোশনও গণপতি বাপ্পার ভক্ত। ঋত্বিকও বাপ্পাকে তার বাড়িতে স্বাগত জানান। পরিবারের সকলে এক সঙ্গে গণপতির পূজা ও সেবা করেন।
শাহরুখ খান একজন গণপতি ভক্ত। এ নিয়ে বহুবার ট্রোলডও হয়েছেন তিনি। তবে বাপ্পার সঙ্গে তার সম্পর্ক খুব গভীর। প্রতি বছরই শাহরুখের বাড়িতে যান গণপতি বাপ্পা। গণেশ চতুর্থী উপলক্ষে শাহরুখ সব সময় বাপ্পার সঙ্গে তোলা তার ছোট ছেলে আবরামের ছবি শেয়ার করেন।
শিল্পা শেঠিও বিরাট গণপতি ভক্ত। সুখ-দুঃখ দুটোতেই বাপ্পাকে সঙ্গে রাখেন শিল্পা। গণপতি বাপ্পা প্রতি বছর তার বাড়িতে আসেন। এমনকী তার স্বামী রাজ কুন্দ্রা গত বছর জেলে থাকাকালীন, শিল্পা বাপ্পার কাছে সাহায্য এবং শক্তি চেয়েছিলেন।
বলিউডের ভাইজান সলমান খান গণপতি বাপ্পার বড় ভক্ত। প্রতি বছর সলমান সাড়ম্বরে বাপ্পাকে বাড়িতে নিয়ে আসেন। সুপারস্টারের ছোট বোন অর্পিতা খান শর্মার বাড়িতেও গণেশ চতুর্থী উৎসব পালিত হয়।
শ্রদ্ধা কাপুর ছোট থেকেই গণপতির ভক্ত। গণেশ চতুর্থীকে যদি তার প্রিয় উৎসব বলা হয়, তাহলে ভুল হবে না। প্রতি বছর শ্রদ্ধা তার বাড়িতে গণপতি বাপ্পাকে স্বাগত জানান।
টিভি কুইন একতা কাপুরের বাড়ির সবাই গণপতি বাপ্পার ভক্ত। ছোট-বড় প্রতিটি কাজে একতা যান গণপতির মন্দিরে। বাপ্পাও প্রতি বছর গণেশ চতুর্থী উপলক্ষে তাঁর বাড়িতে আসেন।
ছবি সূত্র: ইনস্টাগ্রাম