Advertisement

বলিউড

৫৮-এ পা গোবিন্দার! দার্জিলিং থেকে মিঠুন যোগ, উঠে এলো বহু অজানা তথ্য

সৌমিতা চৌধুরী
  • 21 Dec 2020,
  • Updated 2:37 PM IST
  • 1/10

বলিউড অভিনেতা গোবিন্দা এই বছর ৫৮ বছরে পা দিলেন। জানেন কি বাংলার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে 'হিরো নম্বর ১' অভিনেতার। 
 

  • 2/10

 দার্জিলিংয়ে বাড়ি রয়েছে বলিউড  সুপারস্টার গোবিন্দার।অভিনেতার অনেক আত্মীয়ও থাকতেন এখানে। ঘুরতে এসে ভালবেসে ফেলেন শৈলশহরকে। এরপরই এখানে বাড়ি তৈরির সিদ্ধান্ত। 

  • 3/10

 ১৯৮৫ সালে 'তন বদন' ছবি দিয়ে বলিউডে পা রাখলেও তার পরের বছর 'ইলজাম'- ই ছিল তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। 

  • 4/10

কেরিয়ার শুরুর আগে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিজের গুরু মানতেন গোবিন্দা। 

  • 5/10

জীবনের প্রথম ব্রেক 'ইলজাম'- ছবিতে, গোবিন্দার আগে মিঠুনেরই করার কথা ছিল। ছবিটি করতে ডিস্কো ড্যান্সার খুব একটা ইচ্ছুক না থাকায় মনমালিন্য তৈরি হয় ছবির প্রযোজকে সঙ্গে। এরপর অডিশনের জন্য নিজের নাচের সিডি পাঠিয়ে ছবিতে সুযোগ পান গোবিন্দ।

  • 6/10

এই ছবির জনপ্রিয় গান 'স্ট্রিট ড্যান্সার' সেই সময়ের সুপারহিট হয়েছিল।

  • 7/10

নিজের অভিনয়ের কেরিয়ারে প্রায় ১৬৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা। তার মধ্যে একাধিক সুপারহিট ছবি। পেয়েছেন অনেক সম্মানও। তাঁর ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মতো স্বীকৃতি। 

  • 8/10

আজও 'বলিউডের কমেডি কিং' বলা হয় গোবিন্দাকে। তার সঙ্গে অসামান্য নাচের জন্যে জয় করেছেন সকলের মন।

  • 9/10

অভিনেত্রী নিলাম কোঠারির সঙ্গে সম্পর্কের জল্পনা ছিল গোবিন্দার। 'ইলজাম' ছবিতে একই সঙ্গে ডেবিউ করেছিলেন দু'জনে। 

  • 10/10

এরপর ছোটবেলার বন্ধু  সুনিতা আহুজার সঙ্গে  ১৯৮৭ সালে বিয়ে করেন তিনি‌।

Advertisement
Advertisement