Advertisement

মনোরঞ্জন

Shilpa Shetty House: প্রবেশপথে রুপোর হাতি, শিল্পার শেট্টির আলিশান বাংলোর ভিতরটা কেমন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Dec 2025,
  • Updated 2:00 AM IST
  • 1/9

বলিউড অভিনেত্রী শিলপা শেট্টি ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার মুম্বইয়ের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি অভিযান চলেছে। 

  • 2/9

সূত্রের খবর, তাঁদের রেস্তোরাঁ ব্যবসা ‘বাস্তিয়ান’-এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন ও সম্ভাব্য কর অনিয়ম খতিয়ে দেখতেই এই অভিযান। আলাদা আলাদা টিম শিলপা শেট্টির বাড়ি ও অন্যান্য জায়গায় নথিপত্র পরীক্ষা করছে বলে জানা গিয়েছে।

  • 3/9

ফারাহ খানের ভিডিওতে প্রকাশ বিলাসের ছবি
এর মাঝেই সম্প্রতি পরিচালক-প্রযোজক ফারাহ খান শিলপা শেট্টির বাড়িতে গিয়ে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতেই সামনে আসে মুম্বইয়ের এই বিলাসবহুল বাংলোর অন্দরসজ্জা। 

  • 4/9

সোনা-রুপোর সামগ্রী, নিজস্ব সিনেমা হল, বিশাল বাগান ও আধুনিক জিম—সব মিলিয়ে রাজকীয় জীবনযাপনের ছবি ধরা পড়ে।

  • 5/9

রাজপ্রাসাদের মতো প্রবেশদ্বার
বাংলোর প্রবেশপথে বড় অক্ষরে লেখা ‘Kundraj’। প্রাসাদের মতো নকশার এই বাড়ির ভিতরে রয়েছে ছোট ফোয়ারা ও নজরকাড়া মূর্তি। দরজার সামনে রুপোর মতো দেখতে হাতির মূর্তি বিশেষভাবে নজর কেড়েছে। সঙ্গে রয়েছে রুপোর ময়ূরের মূর্তিও, যা ফারাহ খানের ভিডিওতে আলোচনার কেন্দ্রে।

  • 6/9

অন্দরসজ্জায় শিল্প আর আভিজাত্য
বাড়ির ভেতরে পাথরের মেঝে এমনভাবে বসানো, যা কাচের মতো ঝকঝকে দেখায়। ফোয়ারার সৌন্দর্যে মুগ্ধ হন ফারাহ খানও। একাধিক বসার জায়গা, দামী চিত্রকর্ম, শিল্পকর্ম, ঘোড়ার মূর্তি ও নানা ধরনের সোফা সেটে সাজানো গোটা বাংলো।

  • 7/9

আধুনিক রান্নাঘর থেকে যোগাভ্যাস
সবুজ ও সাদা রঙে সাজানো স্টাইলিশ রান্নাঘর নজর কেড়েছে, যদিও শিলপা নিজেই স্বীকার করেছেন, রান্নায় তিনি খুব একটা পারদর্শী নন। 

  • 8/9

বাড়ির মধ্যেই রয়েছে ব্যক্তিগত জিম। বিশাল বাগানে নিয়মিত যোগাভ্যাস করেন শিলপা, পাশাপাশি সেখানে বেগুন, লঙ্কার মতো সবজিও চাষ করেন।

 

  • 9/9

নিজস্ব সিনেমা হলও রয়েছে
এই বাংলোয় রয়েছে শিল্পা শেট্টির নিজস্ব প্রাইভেট মুভি থিয়েটার। একাধিক ঘর সম্বলিত এই বাড়িতেই স্বামী রাজ কুন্দ্রা ও দুই সন্তান ভিয়ান ও সামিশাকে নিয়ে থাকেন অভিনেত্রী।

Advertisement
Advertisement