Advertisement

মনোরঞ্জন

তারকা ক্রিকেটারের 'লাস্যময়ী' বোন এবার সিনেমায়, চিনতে পারছেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Nov 2021,
  • Updated 11:42 AM IST
  • 1/9

ভারতীয় ক্রিকেটার দীপক চাহার সম্প্রতি স্টেডিয়ামে প্রেমিকাকে প্রেম প্রস্তাব দিয়ে শিরোনামে এসেছিলেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া সকলের নজর কাড়ছেন দীপক চাহারের বোন। শোনা যাচ্ছে, খুব সম্প্রতি পর্দায় পা রাখতে চলেছেন তিনি। 

  • 2/9

বলিউড নয়, তামিল ছবি দিয়ে কেরিয়ার শুরু করতে চলেছেন মালতি চাহার। মালতি বিঘনেশ শিবান এবং নয়নতারার নতুন প্রযোজনা ছবি ওয়াকিং টকিং স্ট্রবেরি আইসক্রিমে চুক্তিবদ্ধ হয়েছেন। 

  • 3/9

বিষয়টি টুইটারে শেয়ার করেছেন মালতি। সেই ছবির সঙ্গে মালতি ক্যাপশন লিখেছেন, এই সমসাময়িক দুর্দান্ত চলচ্চিত্র ওয়াকিং টকিং স্ট্রবেরি আইসক্রিমের অংশ হতে পেরে আমি খুবই উত্তেজিত। এই মুভিটি পরিচালনা করেছেন বিনায়ক, প্রযোজনা করেছেন নয়নতারা এবং বিঘনেশ শিবান। 

  • 4/9

মালতির তামিল শিল্পের অংশ হয়ে ওঠা নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। চলচ্চিত্রে আসার আগে মালতী বিজ্ঞাপনে অভিনয় করেছেন। letsmarry.com ওয়েব সিরিজে কাজ করেছেন মালতী।

  • 5/9

মালতি চাহার লাইমলাইটে এসেছিলেন যখন তিনি তাঁর ভাই দীপক চাহার এবং ডোয়াইন ব্রাভোর সঙ্গে জনপ্রিয় গান রান দ্য ওয়ার্ল্ডে অভিনয় করেছিলেন। মালতি ও দীপক চাহারের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

  • 6/9

মালতি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইন্সটাতে তাঁর 603k ফলোয়ার আছে।

  • 7/9

মালতি মিস ইন্ডিয়া আর্থ ২০০৯, ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪-এর দ্বিতীয় রানার আপ হয়েছেন।

  • 8/9

বিভিন্ন শো-তেও দীপকের সঙ্গে দেখা গিয়েছে মালতীকে। 
 

  • 9/9

দীপক চাহার এবং টিম ইন্ডিয়াকে সমর্থন করতে গিয়ে অনেকবার প্যাভিলিয়নে দেখা গেছে মালতিকে। মালতীকেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাই দীপক চাহারকে চিয়ার আপ করতে দেখা যায়।
 

Advertisement
Advertisement