Advertisement

মনোরঞ্জন

Shah Rukh Khan's Birthday Gifts: একতা থেকে সিদ্ধার্থ! বলিউড বাদশাহর জন্মদিনে মন্নতে কী উপহার পাঠালেন বলি তারকারা?

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Nov 2021,
  • Updated 1:13 PM IST
  • 1/11

আজ অর্থাৎ ২ নভেম্বর ৫৬ তম জন্মদিন উদযাপন করছেন শাহরুখ খান। জন্মদিন ছাড়াও কিং খানের পরিবারে বিশেষ উদযাপনে রয়েছে আরও দুটি কারণ। একে তো দীপাবলি, আর এবার তার থেকেও বড় কারণ আরিয়ান খানের জেল থেকে বাড়ি ফেরা। 

  • 2/11

সোমবার থেকেই গোটা শাহরুখ -গৌরীর মন্নত সাজানো হল প্রদীপ ও লাইটে। সেই ছবি ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।  
 

  • 3/11

প্রতি বছরের শাহরুখের জন্মদিনে বিশেষ উপহার পাঠান ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে তাঁর অনুরাগীরা। এবারও অন্যথা হয়নি তার। ১ নভেম্বর, কিং খানের জন্য উপহার পাঠিয়েছিলেন একতা কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো বলিউড তারকারা। 
 

  • 4/11

এসআরকে -র জন্য গাড়িতে উপহার পাঠালেন সিদ্ধার্থ মালহোত্রা। 

  • 5/11

একতা কাপুরও পাঠালেন বিশেষ উপহার। 

  • 6/11

ডিজাইনার জুটি ফাল্গুনী ও শেন পাঠিয়েছেন একটি সুন্দর ভুলের তোড়া। 

  • 7/11

শুধু তাই নয়, কিং খান-ভক্তরা ভিড় জমিয়েছেন মন্নতের সামনে। একাধিক শাহরুখ খান ফ্যান ক্লাব, সেখানে হাজির হয়েছেন প্রিয় সুপারস্টারের জন্য উপহার, শুভেচ্ছা বার্তা নিয়ে।    

  • 8/11

১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম হয় শাহরুখ খানের। তিনি দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে পড়াশোনা করেন এবং হংসরাজ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

  • 9/11

এরপর শাহরুখ জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণমাধ্যমে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু অভিনয় কেরিয়ারের জন্য তা শেষ করতে পারেননি। 

  • 10/11

এসআরকে কলেজে পড়াশোনার সময়, ছোট ছোট চরিত্রে অভিনয় করা শুরু করেছিলেন এবং বলিউডে স্থান পাকা করার আগে ছোট পর্দাতেও কাজ করেন । ১৯৯২ সালে 'দিওয়ানা' ছবির মাধ্যমে শাহরুখ, চলচ্চিত্র জগতে পা রাখেন। 

  • 11/11

গার্লফ্রেন্ড গৌরী চিব্বরের সঙ্গে ১৯৯১ সালের ২৫ অক্টোবর, বিয়ে করেন বলিউড বাদশাহ। বলিউডের এই পাওয়ার কাপলের ছেলে আরিয়ান খানের বয়স এই মুহূর্তে ২৩, মেয়ে সুহানা খান ২১ বছরের এবং এবং ছোট ছেলে আব্রাম এখন ৪ বছর বয়সী।

Advertisement
Advertisement