প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিগ বস ১৪। অতিমারীর সময়ে পানভিলের ফার্মহাউস থেকে বিগ বসের প্রোমো শ্যুট করার পরও কথা হয়েছিল সলমনকে নিয়ে। এবার বিতর্কের শীর্ষে জন কুমার শানু।
মারাঠি ভাষা সম্পর্কে শানু পুত্রের মন্তব্যের জেরে বিগ বস ১৪ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে শিবসেনা ও নবনির্মাণ সেনা। শোয়ের প্রথম থেকেই পরনিন্দার জন্য বিরাগভাজন জন।
এদিন শোয়ের আরও এক প্রতিযোগী নিকি তাম্বোলি, জনকে মারাঠি ভাষায় কিছু বলেন। তাতেই বিরক্ত হয়ে শানু পুত্র জানান, তাঁর সঙ্গে মারাঠিতে যেন কথা না বলা হয়। মারাঠি শুনলে অস্বস্তি হয়। তাতেই চটেছেন শিব সেনা ও MNS.
ভিডিয়ো ভাইরাল হওয়ার পর শিব সেনার সচিব তথা সাংস্কৃতিক সংগঠক আদেশ বান্দেকর টুইট করে জান কুমার শানুকে ক্ষমা চাওয়ার কথা বলেন। পাশাপাশি দাবি করেন শো থেকে তাঁকে বার করে দিয়ে এই শো বন্ধ করা উচিত।
বিতর্কে রাশ টানতে সোশাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনা করে সংশ্লিষ্ট চ্যানেল। শেষ পর্যন্ত ক্ষমা চান জান কুমার শানু। বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে মারাঠি ভাষার অপমান করেননি। কেউ দুঃখ পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।
শোয়ের প্রথম থেকেই শানু পুত্র নিয়ে আলোচনা চলছে। অন্তঃসত্তা স্ত্রীকে ছেড়ে কুমার শানু চলে আসেন, এই মন্তব্য করেই বিগ বসে ঝড় তুলেছিলেন জান।
মারাঠি ভাষার অবমাননা প্রসঙ্গে ছেলের হয়ে সওয়াল করেন তাঁর মা রিয়া ভট্টাচার্য। ব্যক্তিগত উদ্দেশ্যে এই রিয়্যালিটি শোয়ের মধ্যে না জড়ানোর অনুরোধ করেন তিনি। কিছুদিন আগে বিগ বসের আরও এক প্রতিযোগী রাহু বৈদ্যও বলেন, জান নেপোটিজমের কারণেই শোয়ে জায়গা পেয়েছেন। শুধুমাত্র কুমার শানুর ছেলে বলেই এখানে আসতে পেরেছেন।