Advertisement

বলিউড

জয়ললিতার মৃত্যুবার্ষিকীতে 'থালাইভি'-র শুটিং দৃশ্য শেয়ার করলেন কঙ্গনা

Aajtak Bangla
  • 06 Dec 2020,
  • Updated 8:22 AM IST
  • 1/10

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে অভিনয় করবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 2/10

শনিবার জয়ললিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন কঙ্গনা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আমার বিপ্লবী মাকে তাঁর স্মরণ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত। ওঁনার মাধ্যমে অভিনেত্রীদের প্রতি গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আমরা নারীত্বকে সম্মান করি"। (ছবি সৌজন্য: ট্যুইটার)

 

  • 3/10

জয়া আম্মার মৃত্যুবার্ষিকীতে 'থালাইভি' ছবির টিমের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। ছবির শ্যুটিং শেষ করতে আর এক সপ্তাহ বাকি। (ছবি সৌজন্য: ট্যুইটার)

  • 4/10

 এ এল বিজয় পরিচালিত এই ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। গত বছর প্রথম মুক্তি পেয়েছিল এ ছবির পোস্টার। কোভিড পরিস্থিতিতে ছবির শ্যুটিং অনেকটাই পিছিয়েছে। তাই এখনও বাকি কাজ। (ছবি সৌজন্য: ট্যুইটার)

  • 5/10

সাদা শাড়ি, বড় টিপ এবং তার সঙ্গে প্রস্থেটিক মেকআপে কঙ্গনা যেন অনেকটাই হয়ে উঠেছেন জয়ললিতা। কখনও তাঁকে দেখা যাচ্ছে শক্তিশালী নেত্রী হয়ে তো কখনও স্কুলের শিশুদের পাশে দাঁড়াতে মমতাময়ী রূপে। (ছবি সৌজন্য: ট্যুইটার)

  • 6/10

'থালাইভি' ছবির আরেক অভিনেতা পি সামুথিরাকানি, এদিন শ্যুটিংয়ের আরও একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, তাঁর শিডিউলের শ্যুটিং শেষ। কঙ্গনা রানাওয়াত সহ ছবির সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। (ছবি সৌজন্য: ট্যুইটার)

  • 7/10

 'থালাইভি', হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে।‌ ছবিটির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে তিনি 'বাহুবলী' ও 'মণিকর্ণিকা' ছবির চিত্রনাট্য লিখেছেন‌। 

  • 8/10

দক্ষিণী অভিনেতা শোভনবাবুর সঙ্গে জয়ললিতার সম্পর্কের জল্পনা ছিল। শোনা যাচ্ছে ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম )

  • 9/10

প্রসঙ্গত জল্পনার শীর্ষেই থাকেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি কৃষক বিক্ষোভ নিয়ে চর্চায় রয়েছেন তিনি। 
 

  • 10/10

ট্যুইটারে রীতিমতো চলছে বাকযুদ্ধ। কৃষকদের নিয়ে যেখানে উত্তপ্ত গোটা দেশ, সেই প্রসঙ্গে মুখ খুলে রোষের মুখে পড়েছেন বলি- কুইন। তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের অনেক শিল্পীরা। একজোট হয়েছেন পঞ্জাবের শিল্পীমহলও। এমনকি আইনি নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। 

Advertisement
Advertisement