Advertisement

মনোরঞ্জন

Karishma Kapoor Children: প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে মামলা চলছে! করিশ্মার ছেলে, মেয়েরা কী করে এখন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 10 Sep 2025,
  • Updated 12:02 PM IST
  • 1/8

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর, তাঁর সম্পত্তি নিয়ে সমস্যা আরও গভীর হয়েছে। করিশ্মা- সঞ্জয়ের বিচ্ছেদ হলেও,  তাঁদের দুই সন্তান সামাইরা ও  কিয়ানের তাঁদের বাবার সম্পত্তির উপর পূর্ণ অধিকার রয়েছে।
 

  • 2/8

একারণে, সামাইরা কাপুর এবং কিয়ান কাপুর তাঁদের মা করিশ্মার সাহায্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দুই সন্তান,  সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের বিরুদ্ধে প্রতারণার আবেদন করেছেন।

  • 3/8

তাঁরা বলেছেন, গত ২১ মার্চ সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দেখানো উইলটি জাল। দিল্লি হাইকোর্টে এই মামলাটি চলছে।
 

  • 4/8

এদিকে, সামাইরা এবং কিয়ানকে নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই আগ্রহী এই দুই স্টারকিড কী করে, তা জানতে। কারণ তারা দু'জনেই লাইমলাইট থেকে দূরে থাকে। যদিও করিশ্মা- সঞ্জয়ের ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তবুও বাবা হিসেবে সঞ্জয় সব সময় সন্তানদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

  • 5/8

সামাইরার বয়স ২০ বছর। সে বিনোদন জগৎ থেকে দূরে থাকে। আমেরিকান স্কুল অফ বোম্বে থেকে পড়াশোনা করে স্কুল জীবন করেছে। এখন আমেরিকার টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করছে।

  • 6/8

 করিশ্মা এক সাক্ষাৎকারে আগে বলেছিলেন, সামাইরা চলচ্চিত্রের প্রতি খুব আগ্রহী। সে চলচ্চিত্রের প্রতিটি দিকে মনোযোগ দেয় এবং শিখছে। এটা নিশ্চিত যে, সামাইরা বলিউডে তাঁর কেরিয়ার গড়বে। তবে সে পর্দার আড়ালে থাকবে নাকি মায়ের মতো বড় পর্দায় অভিনেত্রী হিসেবে দেখা যাবে, তা সময়ই বলবে।
 

  • 7/8

অন্যদিকে কিয়ানের বয়স ১৫ বছর। সে ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করে। দিদির মতো, কিয়ানও লাইমলাইট থেকে দূরে থাকে।

  • 8/8

এই সম্পত্তি বিরোধের মামলা আদালতে চলছে। শোনা যায়, সঞ্জয় তাঁর দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনেছিলেন। যার উপর প্রতি মাসে ১০ লক্ষ টাকা সুদ পাওয়া যায়। এছাড়াও, তিনি তাঁর বাবার নামে একটি বাংলোও করিশ্মারকে দিয়েছিলেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement