Advertisement

মনোরঞ্জন

Malaika Arora: কালো থাই-হাই স্লিট ড্রেসে গ্ল্যামারাস লুক! ফের ট্রোলড মালাইকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 25 Feb 2022,
  • Updated 3:54 PM IST
  • 1/9

সংবাদের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। লাভ লাইফ থেকে শুরু করে, মালাইকার ফিটনেস মন্ত্রা সবই থাকে আলোচনায়। 
 

  • 2/9

অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট আবারও নজর কাড়ল সকলের। সম্প্রতি একটি সাদা শার্ট ড্রেসের উওর স্লিভলেস কার্ডিগান পরে মুম্বইয়ে বেরিয়েছিলেন নায়িকা। তাঁর এই ড্রেস নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। অনেকে কটাক্ষ করে বলেছেন, "প্যান্ট না পরেই রাস্তায় বেরিয়েছেন মালাইকা"। 

  • 3/9

তবে শুধু এই ড্রেসের জন্য নয়, সম্প্রতি আরও একটি আউটফিটের জন্য তিনি শিরোনামে এসেছেন। বডি-হাগিং কালো ড্রেসে পরা মালাইকার ছবিগুলি রীতিমতো ভাইরাল। 
 

  • 4/9

বলিউড জুটি ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর সম্প্রতি বিয়ে করেছেন। নব দম্পতির পার্টিতে হাজির ছিলেন বলিউডের বহু তারকারা। 

  • 5/9

বাদ যাননি, বলিউডের সবচেয়ে জনপ্রিয় গার্ল গ্যাং- করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা আরোরা এবং অমৃতা আরোরা। চার অভিনেত্রীই পরেছেন কালো রঙা ড্রেস। 

  • 6/9

পার্কিং প্লেসে পাপারাৎজিরা ঘিরে ধরেন বেবো-লোলোদের। আর তাঁরাও যথারীতি পোজ দিয়ে লেন্সবন্দী হয়েছেন এদিন।

  • 7/9

তবে এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মালাইকার ড্রেস।  এদিন অভিনেত্রী নিজেকে সাজিয়েছেন, কালো শিমারি থাই-হাই স্লিট ড্রেসে, যার একপাশে একটি পাতলা স্ট্র্যাপ রয়েছে। 

  • 8/9

গর্জিয়াস মালাইকা এদিনের পার্টিতে মূলত নো-মেকআপ লুকই রেখেছেন। সেই সঙ্গে তিনি চুল বেঁধেছেন পনিটেইলে। 
 

  • 9/9

তবে প্রশংসা করার পাশাপাশি নেটিজেনদের একাংশ ফের ট্রোল করেছেন তাঁকে। এই ড্রেস দেখে অনেক মন্তব্য করেছেন, "উরফি জাভেড ওঁর ড্রেস ডিজাইন করেছে মনে হয়...। "  (ছবি সৌজন্য: যোগেন শাহ)

Advertisement
Advertisement