Advertisement

মনোরঞ্জন

স্পোর্টস ব্রা - শর্টস পরে মুম্বইয়ের রাস্তায় জগিং মালাইকার! গ্রীষ্মের আগেই চড়ল তাপমাত্রার পারদ

Aajtak Bangla
Aajtak Bangla
  • 03 Mar 2021,
  • Updated 1:11 PM IST
  • 1/9

বরাবরই স্বাস্থ্য সচেতন হিসাবে পরিচিত মালাইকা অরোরা। বছরে খুব কম দিন যায় যেদিন, তিনি নিজের ফিটনেস রিজিম ফলো করেন না। জিমে হোক, যোগা সেশন বা স্রেফ মুম্বইয়ের রাস্তায় জগিং! পাপারাৎজিদের তিনি অত্যন্ত পছন্দের সেলিব্রিটি। 
 

  • 2/9

বুধবার সকালেও জগিং করতে বেরোন বলিউডের মুন্নি। ফ্যাশন সেন্স এবং পোশাকের জন্য তিনি প্রায়ই চর্চায় থাকেন। 
 

  • 3/9

কিছুদিন আগেই বান্দ্রায় রাস্তায় কার্ডিও এক্সারসাইজ করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার আবার মুম্বইয়ের রাস্তায় জগিং করছেন মালাইকা।
 

  • 4/9

সঙ্গে রয়েছেন তাঁর ট্রেনার। অভিনেত্রীর মুখে মাস্ক থাকলেও ট্রেনারের মুখে কিন্তু মাস্ক নেই। 
 

  • 5/9

গাঢ় ছাই রঙা স্পোর্টস ব্রায়ের সঙ্গে একই রঙের স্প্যাগিটি এবং হালকা শেডসের শর্টস পরনে ছিল  তাঁর । সেই সঙ্গে পায়ে রয়েছে স্পোর্টস শ্যু। 

  • 6/9

সম্পর্কের সমীকরণ হোক বা বর্তমান বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক হোক, মালাইকা বরাবরই যথেষ্ট খোলামেলা।

  • 7/9

দুদিন আগেই দুজনকে একসঙ্গে গিয়েছিলেন করিনা কাপুর খান ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তানকে দেখতে গিয়েছিলেন তাঁরা।

  • 8/9

সেখানে এক চিত্রগ্রাহকের সঙ্গে ঝামেলাও হয় অর্জুনের। 

  • 9/9

সমস্ত ছবি তুলেছেন যোগেন শাহ  

Advertisement
Advertisement