হেরা ফেরি থ্রি নিয়ে উত্তাল বলিউড। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। আর তাই নিয়ে চর্চা তুঙ্গে। (হেরা ফেরি সিনেমার দৃশ্য)
সূত্রের খবর, ‘বাবুরাও’ চরিত্রে অভিনয়ের জন্য পরেশ রাওয়াল ২৫ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছিলেন। এদিকে সেই দাবি মেনে নেননি প্রযোজকরা। সম্ভবত সেই কারণেই সরে দাঁড়িয়েছেন পরেশ। ওয়াকিবহাল মহলের দাবি, পুরো বিষয়টিতে অসন্তুষ্ট অভিনেতা অক্ষয় কুমারও। (হেরা ফেরি সিনেমার দৃশ্য)
ফি নিয়ে মতানৈক্যের জেরেই সম্ভবত পরেশ রাওয়াল হেরা ফেরি থ্রি থেকে সরে দাঁড়িয়েছেন। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। (হেরা ফেরি সিনেমার দৃশ্য)
সূত্রের দাবি, পরেশ মাঝপথে সিনেমা ছেড়ে দেওয়ায় বেশ ক্ষুব্ধ অক্ষয় কুমার। এমনও দাবি করা হচ্ছে যে, তিনি আইনি পথেও হাঁটতে পারেন। তবে সেই দাবির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। তাই আপাতত এগুলি জল্পনা হিসাবে নেওয়াই শ্রেয়। (হেরা ফেরি সিনেমার দৃশ্য)
সূত্রের দাবি, প্রথমে পরেশের সরে যাওয়ার পিছনে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ বলা হলেও, পরে পরেশ নিজেই জানান যে, অন্য কারণ আছে।
(হেরা ফেরি সিনেমার দৃশ্য)
এই বিষয়ে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টও করেছেন পরেশ রাওয়াল। দেখুন সেই পোস্ট। (ছবি-এক্স)
বিশ্লেষকদের মতে, সিনেমার মূল আকর্ষণ বাবুরাও চরিত্র। সেই কারণেই সম্ভবত তিনি বেশি পারিশ্রমিক চেয়ে থাকতে পারেন। তবে সূত্রের খবর, এই বাড়তি পারিশ্রমিকের দাবি মানতে নারাজ অক্ষয় কুমার।
পরেশ রাওয়ালের বিদায়ের পর আপাতত ছবির শ্যুটিং বিশ বাঁও জলে। আপাতত হেরা ফেরি থ্রি আদৌ আসবে কিনা, তাই নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
এক্স-এ পরেশ জানিয়েছেন, তাঁর সরে যাওয়ার পিছনে কোনও সৃজনশীল মতবিরোধ নেই। প্রিয়দর্শনের প্রতি তাঁর সম্মান এবং আস্থা রয়েছে।
পরেশ রাওয়ালের হাতে যদিও সিনেমার অভাব নেই। আগামী বছরই অক্ষয় ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলো’ ছবিতে পরেশকে দেখা যাবে। ২০২৬ সালে মুক্তি পাবে। এছাড়াও তিনি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করছেন।