Advertisement

বলিউড

পতৌদি বংশের পুত্রবধূ, শ্বশুর-শাশুড়ি সবাই সেলিব্রিটি, চিনে নিন করিনার 'খানদান'

Aajtak Bangla
  • 21 Feb 2021,
  • Updated 3:35 PM IST
  • 1/9

বলিউডে কাপুর পরিবারকে সকলেই শ্রদ্ধার নজরে দেখেন। ভারতীয় সিনেমায় এই বংশের বহু অবদান রয়েছে। কিন্তু পতৌদি পরিবারও খুব পিছিয়ে নেই। আজ দুই পরিবারের কাছে অত্যন্ত আনন্দের দিন। আজ দ্বিতীয়বার মা হলেন করিনা কাপুর খান। আসুন পতৌদি পরিবার সম্পর্কে কিছু ইন্টেরেস্টিং তথ্য সম্পর্কে জেনে নিই।

  • 2/9

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদি ছয়ের দশকের অন্যতম সেরা অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ভালোবেসে ফেলেন। ১৯৬৯ সালে বিয়ে করেন তাঁরা। দু'জনেই নিজ নিজ জগতে সেরা ছইলেন, তাই বিয়ে নিয়ে সারা বিশ্বে চর্চা হয়েছিল।

  • 3/9

এঁদের তিন সন্তান। সাবা আলি খান, সইফ আলি খান এবং সোহা আলি খান। এঁদের মধ্যএ সইফ এবং সোহা অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। সইফ-কে এখনকার অন্যতম সেরা অভিনেতা হিসাবে গণ্য করা হয়।

  • 4/9

সইফ ২০১২-এ করিনাকে বিয়ে করেন। দু' জনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন বেশ কয়েকটি সিনেমায়। জুটি হিসাবে দর্শকদেরও বেশ পছন্দ হয়।

  • 5/9

২০১৬-য় প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। খুব অল্প সময়ের মধ্যে তৈমুর সোশাল মিডিয়ার অত্যন্ত পছন্দের সেলিব্রিটি হয়ে ওঠে। প্রচুর ফ্যান ফলোইংও রয়েছে তৈমুরের।

  • 6/9

৪৫ বছরের সাবা আলি খান লাইম লাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। পেশায় তিনি একজন জুয়েলারি ডিজাইনার। এখনও সিঙ্গল।

  • 7/9

সোহা ২০১৫-তে অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেন। এঁদের একমাত্র সন্তান মেয়ে ইনায়া।

  • 8/9

দাদা তৈমুরের মতো ইনায়া-রও সোশাল মিডিয়ায় প্রচুর ফ্যান ফলোইং রয়েছে। এদের ভিডিও সোশালে প্রায়শই ভাইরাল হয়। দাদার সঙ্গে বন্ডিংও খুব ভালো।

  • 9/9

করিনার আগে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সইফ। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। এঁদের দুই সন্তান সারা আলি খান এভং ইব্রাহিম আলি খান। সারা ইতিমধ্যেই বলিউডে যথেষ্ট পরিচিত মুখ। অন্য দিকে ইব্রাহিম এখন বলিউডে পা রাখতে প্রস্তুত হচ্ছেন।
 

Advertisement
Advertisement