Advertisement

বলিউড

বিয়ের ২ বছর! প্রিয়াঙ্কা শেয়ার করলেন নিকের সঙ্গে নানা মুহূর্তের অ্যালবাম

Aajtak Bangla
  • 02 Dec 2020,
  • Updated 10:23 PM IST
  • 1/9

 ২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সংঙ্গীতশিল্পী নিক জোনাস। ক্রিস্টান ও হিন্দু দুই ধর্ম মতেই বিয়ে হয়েছিল তাঁদের। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 2/9

যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল তাঁদের। এরপর দিল্লি ও মুম্বইতে হয়েছিল বিয়ের রিসেপশন। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 3/9

 ১ ডিসেম্বর একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, "আমার জীবনের ভালোবাসাকে দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা। সব সময় আমার পাশে থেকো, আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সবকিছু। অনেক ভালোবাসি তোমায় নিক"। (ছবি সৌজন্য: ফেসবুক)

 

 

  • 4/9

২ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে হয়েছিল নিক- প্রিয়াঙ্কার। তাই বিশেষ দিনে বিয়ের ছবি পুনরায় শেয়ার করে, দু'বছরের স্মৃতিচারণ করছেন অভিনেত্রী। সোস্যাল মিডিয়ায় লিখেছেন, "দু বছর অতিক্রান্ত। সারা জীবন চলতে হবে..." (ছবি সৌজন্য: ফেসবুক)

 

  • 5/9

একদিকে লাল লেহেঙ্গা, চুরা, হাতে মেহেন্দি পরা রাজকীয় সাজে প্রিয়াঙ্কা, অন্যদিকে শেরওয়ানি পরা নিক-এর ছবি আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 6/9

সোশ্যাল মিডিয়াতে প্রায়শই ধরা পড়ে তাঁদের বিভিন্ন সোহাগমাখা মুহূর্তের ছবি। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 7/9

 দেশের বাইরে গিয়ে ভারতীয় ঐতিহ্যকে ভোলেননি প্রিয়াঙ্কা। স্বামীর নিকের সঙ্গে পালন করেন দীপাবলি থেকে শুরু করে করবা চৌথ উৎসব। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 8/9

নিজের থেকে ১০ বছরের ছোট নিককে বিয়ে করায় শুরু হয়েছিল নানা জল্পনা। তবে এইসবের পরোয়া না করে দিব্যি সংসার করছেন এই সেলেব জুটি। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 9/9

বলিউড ছাড়াও হলিউডে চুটিয়ে কাজ করছেন পিসি (PeeCee)। ২০২১ সালের ১ জানুয়ারি OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে তাঁর হলিউড ছবি 'উই ক্যান বি হিরোজ' (We Can Be Heroes)। (ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement
Advertisement