Advertisement

মনোরঞ্জন

Varansi Priyanka Chopra Look: প্রিয়াঙ্কার 'বারাণসী' লুক দেখে মুগ্ধ নিক জোনাস, 'বললেন ও মাই গড'

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Nov 2025,
  • Updated 7:41 PM IST
  • 1/8

Varansi Priyanka Chopra Look: শনিবার মহেশ বাবুকে কেন্দ্র করে তৈরি নিজের নতুন ছবি ‘বারাণসী’-র প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন পরিচালক এস. এস. রাজামৌলী।

  • 2/8

হায়দরাবাদে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। দীর্ঘ সময় পরে ভারতীয় সিনেমার আলোয় ফের দেখা মিলল তাঁর।

 

  • 3/8

ইভেন্টের মঞ্চে প্রিয়ঙ্কাকে দেখে উপস্থিত সকলেই মুগ্ধ। তিনি এমন এক দেশি সাজ বেছে নিয়েছিলেন, যা মুহূর্তে দর্শকদের মন জয় করে নেয়।

  • 4/8

পুরো লুকে তাঁর সৌন্দর্য যেন আলাদা ঔজ্জ্বল্যে ধরা দেয়। সোশ্যাল মিডিয়ায় চোখধাঁধানো সেই সাজের ছবি ইতিমধ্যেই ভাইরাল।

 

  • 5/8

নিজের এই দেশি লুকের কয়েকটি কাছ থেকে তোলা ছবি পরে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, তিনি আইভরি রঙের লেহেঙ্গা পরেছেন, সঙ্গে মানিয়ে নেওয়া ব্লাউজ। লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে রয়েছে সোনালি বর্ডার করা ওড়না।

  • 6/8

পোশাকের পাশাপাশি নজর কাড়ে তাঁর গয়নায় ভরা সাজ। গলায় লেয়ার্ড গোল্ড চোকার, লম্বা হার, বড় দুল। সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া। কপালে মানানসই মঙ্গলসূত্রের টিকলি ও চুলে সোনালি সাজসজ্জা তাঁর রূপকে আরও সমৃদ্ধ করেছে।

 

  • 7/8

প্রিয়ঙ্কার এই লুক দেখে অনুরাগীদের প্রশংসার বন্যা বইছে। কেউ বলছেন সুন্দরী, কেউ গ্ল্যামারাস। তবে সকলের থেকে বেশি নজর কেড়েছে তাঁর স্বামী নিক জোনাসের মন্তব্য। তিনি লিখেছেন, “আমার মনে হয়, যখন আমি বলি ‘ওহ মাই গড’, তখন আমি সকলের পক্ষ থেকেই বলছি।”

 

  • 8/8

‘বারাণসী’ ছবিতে প্রিয়ঙ্কা মন্দাকিনীর ভূমিকায় অভিনয় করছেন। কয়েক দিন আগেই তাঁর ছবির প্রথম দৃষ্টান্ত প্রকাশ্যে আসে, যেখানে তাঁকে বেশ শক্তিশালী চরিত্রে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ছবিটি ২০২৭ সালের মার্চ বা এপ্রিল মাসে মুক্তি পেতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement