Advertisement

বলিউড

Shilpa Shetty Raj Kundra: শিল্পা শেঠি কী ভাবে হলেন রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী?

Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 20 Jul 2021,
  • Updated 11:11 AM IST
  • 1/9

সোমবার রাতে অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হওয়ার পর প্রবল আলোড়ন তৈরি হয়েছে।

  • 2/9

এই মামলায় রাজ প্রধান অভিযুক্ত। মুম্বই পুলিশের দাবি, তাঁদের কাছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করছে, বড় সমস্যার পড়তে চলেছেন রাজ।

  • 3/9

রাজের জন্ম ৯ সেপ্টেম্বর ১৯৭৫-এ। লন্ডনে জন্মেছিলেন তিনি। তাঁর বাবা বাস কন্ডাক্টরের চাকরি করতেন। পরে নিজের ব্যবসা শুরু করেন। তাঁর মা একটি ডিপার্টমেন্টার স্টোরে অ্যাসিস্ট্যান্টের চাকরি করতেন।

  • 4/9

২০০৩ সালে রাজ প্রথম বিয়ে করেন কবিতা কুন্দ্রার সঙ্গে। ২০০৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৯ সালে শিল্পা শেঠিকে বিয়ে করেন রাজ।

  • 5/9

কবিতা অভিযোগ করেছিলেন, শিল্পার কারণেই তাঁদের বিয়ে ভেঙে যায়। অন্য দিকে রাজের অভিযোগ ছিল, রাজের ভগ্নিপতির সঙ্গে কবিতার অবৈধ সম্পর্ক ছিল। তার ফলেই বিচ্ছেদ হয় তাঁদের।

  • 6/9

শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক এবং বিয়ে যথেষ্ট চর্চার বিষয় ছিল। তাঁদের দুই সন্তান রয়েছে। যথেষ্ট সফল জীবন যাপন করেন তাঁরা।

  • 7/9

শিল্পার মতোই রাজ সোশাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। প্রচুর ছবি এবং ভিডিও আপলোড করেন। তাঁর যথেষ্ট ফ্যান ফলোইংও রয়েছে।

  • 8/9

আজ কয়েক শো কোটি টাকার সম্পত্তি থাকলেও এক সময় এত অবস্থাপন্ন ছিলেন না রাজ। একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৮ বছর বয়সে তাঁর কাছে প্রায় কিছুই ছিল না। তিনি নতুন ব্যবসা শুরু করেন। তার ফলেই এই উন্নতি।

  • 9/9

রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১০টি বড় বড় সংস্থার অংশীদারি রয়েছে রাজের। এক সময় দুবাইতে হিরের ব্যবসা শুরু করেন। একই সঙ্গে নেপাল থেকে পশমিনা শাল কিনে ব্রিটেনে বড় ব্যানারে তা বিক্রি করতেন। এ ভাবেই প্রভূত সম্পত্তির মালিক হয়েছেন রাজ। আজ তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজের কর্ণধার। ছেলের নামে ব্যবসার নাম রেখেছেন তিনি।

Advertisement
Advertisement