শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে পর্ন ছবি তৈরির অভিযোগ উঠেছে। শিল্পা শেঠি আর রাজ কুন্দ্রা থাকে মুম্বইয়ের জুহুর এক বিলাসবহুল বাংলোয়।
ওই বাংলোর নাম 'কিনারা'। এটা রাজের উপহার ছিল স্ত্রীকে। এটি সি-ফেসিং বাংলো। শিল্পা সেই বাংলার বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় দিয়েছেন। অনেকেই তা দেখেছেন।
বেশ গোছানো সেই বাংলো। রয়েছে অজস্র গাছ। ওই বাংলায় শিল্পাকে যোগ করতেও দেখা গিয়েছে।
তাঁর বাড়ির রান্নাঘরও নজর কাড়া। তিনি কী খাবার খান, সে ব্য়াপারে ভিডিও তৈরি করেছেন এবং সোশাল মিডিয়ায় দিয়েছেন। সেই সূত্রেই তার খাবারের অভ্যাস সম্পর্কেও জানা গিয়েছে।
সেই বাড়িতে রয়েছে বেশ কিছু আর্ট পিসও। তাঁর লিভিং রুমে রয়েছে পাথরর মূর্তি। রয়েছে বড় এক ঘোড়ার মূর্তিও।
নিজের বাড়ির বাস্তুর দিকে বেশ জোর দিয়েছেন তিনি। শিল্পা বেশ ফিটনেস সচেতন। তাই বাড়িতে জিম করার যাবতীয় ব্যবস্থা রয়েছে। তার ভিডিও তিনি সোশাল মিডিয়ায় দিয়েছেন।
এদিকে, ১০০-র বেশি পর্ন ছবি বানিয়েছে রাজ কুন্দ্রা। গত দেড় বছরে এই কাজ করেছে সে। মুম্বই পুলিশ এমনই দাবি করেছে। পুলিশ অভিযোগ করেছে, তদন্ত সহযোগিতা মিলছে না তার কাছ থেকে।
তদন্তকারীরা জানাচ্ছেন, প্রচুর ডেটা নষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলি ফিরে পেতে সময় লাগবে। তারা জানাচ্ছে, তদন্তের কাজে নেমে প্রচুর ডেটা উদ্ধার হয়েছে। মুম্বইয়ের পশ্চিম অন্ধেরির অফিস থেকে সেগুলি পাওয়া গিয়েছে।
পুলিশ ইতিমধ্যে সেই সার্ভার আর যন্ত্র বাজেয়াপ্ত করেছে যেগুলিতে ওই ডেটা রাখা ছিল। এর পাশাপাশি পুলিশের দাবি, ২০১৯ সালের আগস্ট মাস থেকে রাজ পর্ন ছবি বানানো শুরু করে। আর সেই কাজ করে কোটি কোটি টাকা উপার্জন করেছে। পুলিশ জানাচ্ছে, তার একটি অ্যাপ রয়েছে। তার নাম হটশটস। সেখানে টাকা দিয়ে লোকজন সদস্য হন। প্রায় ২০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। টাকা দিয়ে তারা পর্ন ছবি দেখেন। কেন অ্যাপ তৈরি করা হয়েছিল, তা-ও জানাচ্ছে পুলিশ। তাদের ব্যাখ্য়া, রাজ কুন্দ্রা মোবাইল অ্যাপ তৈরি করেছিল। কারণ ওয়েবসাইটের তুলনায় সেখান থেকে পর্ন ছবি সহজে আপলোড করা যায়।