বলিউডের অন্যতম সেরা ভিলেন বলা হয় তাঁকে। কিন্তু শুধু ভিলেন নয়, নানা ধরনের চরিত্রেই অভিনয় করেছেন ড্যানি ডেনজংপা। তাঁর জন্মদিনে আসুন জেনে নিই কিছু জানা-অজানা তথ্য। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ
FTII-তে তাঁর সঙ্গে একই ব্যাচে পড়াশোনা করছিলেন জয়া ভাদুড়ি। ড্যানির আসল নাম উচ্চারণ করতে সকলেরই খুব অসুবিধা হত। জয়ার পরামর্শেই নিজের নাম পাল্টে ছোট করে ড্যানি রাখেন তিনি। সেই নামেই তিনি আজ বিখ্যাত। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ
১৯৪৮ সালে আজকের দিনে সিক্কিমে একটি বৌদ্ধ পরিবারে জন্ম হয় ড্যানির। তখনও সিক্কম ভারতের অঙ্গরাজ্য হিসাবে যুক্ত হয়নি। শেরিং ফিনৎসো ডেনজংপা, এই নামেই তাঁকে তখন সকলে চিনতেন। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ
হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু এবং নেপালি ছবিতেও অভিনয় করেছেন ড্যানি। অনেকেই জানেন না, তিনি ব্র্যান্ড পিটের সঙ্গে একটি হলিউড ছবিতেও অভিনয় করেন। ছিনেমার নাম ছিল সেভেন ইয়ার্স ইন টিবেট। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ
সিক্কিমে জন্ম হলেও পড়াশোনা করেন নৈনিতালের বিড়লা বিদ্যামন্দির থেকে। তার পর দার্জিলিংয়ে সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক হন। পড়াশোনা শেষ করে ভারতীয় সেনায় যোগদান করতে ইচ্ছুক ছিলেন। রাজ্য থেকে সেরা ক্যাডেট নির্বাচিত হওয়ায় তিনি প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশ নেন। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ
একটি সাক্ষাৎকারে ড্যানি জানান, তিনি পুনের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ-এ সুযোগও পেয়েছিলেন। কিন্তু তার বদলে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভরতি হন। ৪ দশকেরও বেশি লম্বা কেরিয়ারে তিনি ২১০টি ছবিতে অভিনয় করেছেন। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ
অনেকেই হয়তো জানেন না, তাঁর গানবাজনার খুব শখ রয়েছে। মহম্মদ রফি, লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং আশা ভোঁসলের মতো প্রবাদপ্রতিম শিল্পীদের সঙ্গে ডুয়েট গান করেছেন ড্যানি। শুধু হিন্দি নয়, নেপালি ভাষাতেও গান গেয়েছেন ড্যানি। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ
সিক্কিমের রাজ পরিবারের মেয়ে গাওয়া-কে বিয়ে করেন ড্যানি। তাঁদের এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে রিনজিং শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। ছবি: ইন্ডিয়া টুডে আর্কাইভ