Advertisement

মনোরঞ্জন

'ফৌজি কলিং' ছবি মুক্তি আগে প্রমোশনে কলকাতায় শরমন জোশীরা, দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Feb 2021,
  • Updated 5:58 PM IST
  • 1/7

গত প্রজাতন্ত্র দিবসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে মুক্তি পেয়েছে আরিয়ান সাক্সেনা পরিচালিত 'ফৌজি কলিং' ছবির ট্রেলার।  

  • 2/7

বজবজের জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (জেএমএসএইচ) এই ছবির প্রচারে হাজির হয়েছিলেন 'ফৌজি কলিং'-র কলাকুশলীরা।

  • 3/7

 হাজির ছিলেন শরমন জোশী, মুগ্ধা গডসে, বিদিতা বাগ, রাঞ্জা বিক্রম সিং, আরিয়ান সাক্সেনা সহ আরও অন্যান্যরা। 

  • 4/7

'ফৌজি কলিং' ছবিটিতে একজন ভারতীয় সৈনিকের জীবন চিত্রিত হয়েছে। যিনি একটি আক্রমণে শহীদ হন এবং এরপরে তাঁর পরিবার কীভাবে সেই লড়াই চালিয়ে যায়। 

  • 5/7

শুরু তাই নয়, এই ছবিতি ২০১০ সালের পুলওয়ামা হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত। সৈন্যদের জীবনের বিভিন্ন দিক এবং তাঁদের পরিবারের কঠিন লড়াই তুলে ধরবে এই ছবি।

  • 6/7

ছবির প্রমোশনে এসে শরমন যোশি শিক্ষার্থীদের সঙ্গে আমাদের দেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের সাহস জুগিয়ে এই মহৎ কাজের প্রভাব সম্পর্কে তাঁদের অনুপ্রাণিত করেছেন অভিনেতা। তিনি আরও জানান এই কাজের জন্যে সহ্যশক্তি এবং সংকল্প থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
 

  • 7/7

আগামী ১২ মার্চ প্রেক্ষাগৃহে মুখতি পাবে 'ফৌজি কলিং'।

Advertisement
Advertisement