সদ্য অভিনয় জগতে পা রেখেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। যদিও গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখার আগে থেকেই তাঁকে নিয়ে কিন্তু চর্চা ছিল তুঙ্গে। ছোট থেকেই দাদু-বাবাদের দেখেছেন অভিনয় করতে। আর সেই বংশের মেয়ে হয়ে অভিনয় যে তাঁর রক্তে তা অনেকেই জানতেন।
ছোট থেকেই দাদু-বাবাদের দেখেছেন অভিনয় করতে। আর সেই বংশের মেয়ে হয়ে অভিনয় যে তাঁর রক্তে তা অনেকেই জানতেন।
তবে লাইমলাইট থেকে হিয়াকে বেশ কিছু বছর দূরেই রেখেছিলেন শাশ্বত ও তাঁর স্ত্রী মহুয়া। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি মন মানে না দিয়ে অভিনয়ে ডেবিউ করছেন শাশ্বত-কন্যা।
ইতিমধ্যেই তাঁর প্রথম ছবির টিজার সামনে এসেছে। আর এরই মাঝে গোয়ায় ভ্যাকেশনে চলে গেলেন হিয়া।
আর সেখান থেকেই সিজলিং ছবি শেয়ার করতেই নেটপাড়া কাবু।
নীল রঙের কুরুশের ব্রালেট আর সাদা শর্টসে হিয়ার থেকে চোখ সরবে না ।
গোয়াতে একেবারে হালকা মেজাজে পাওয়া গেল হিয়াকে।
শাশ্বত-কন্যা নিজেই জানিয়েছেন যে তিনি এখন গোয়াতে রয়েছেন।
এর আগেও হিয়াকে সি-বিচে বিকিনিতে দেখা গিয়েছিল।
টলিপাড়ার পরবর্তী সেনসেশন যে তিনি হতে চলেছেন, তা বলাই বাহুল্য।
বাবা শাশ্বত ও দাদু শুভেন্দু দুজনেই তাঁদের সময়কার দুঁদে অভিনেতা, তাই হিয়ার ওপর প্রত্যাশা সকলেরই বেশি।
অভিনয়ে আসার আগে হিয়া একাধিক ফটোশ্যুট, বিজ্ঞাপনে কাজ করে নিয়েছেন।
খুব ছোট বয়স থেকেই লাইট, ক্যামেরা ও অ্যাকশনের সঙ্গে পরিচিত হিয়া। শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি, শাশ্বতর মেয়ে হিয়া সকলের খুবই চেনা।
সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ২০২৩ সালে স্নাতক পাশ করেন হিয়া। এরপর টানা দু বছর বেণীদির (দামিণী বেণী বসু)-র কাছ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপরই তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন।