Advertisement

মনোরঞ্জন

Sunny Leone: ক্যালেন্ডার ফটোশুটে নগ্ন সানি লিওন!

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 14 Jun 2021,
  • Updated 6:06 PM IST
  • 1/8

প্রাক্তন পর্ন তারকা সানি লিওন তাঁর গ্ল্যামারাস এবং যৌন আবেদনের জন্য সব সময় খবরের শিরোনামে থাকেন। সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়া সানি মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন। সম্প্রতি বলিউড তারকাদের অন্যতম পছন্দসই ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শুটে ন্যুড অভতারে এলেন সানি।

  • 2/8

শুধুমাত্র একটি হাই হিল এবং একটি বড় মাপের হ্যাট ছাড়া সানির শরীরে আরও কোনও পোশাক দেখা যায়নি। এমনকী কোনও গয়নাও পরেননি তিনি।

 

  • 3/8

এক দিনের মধ্যে ছবির লাইকের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ফ্যানদের রিয়্যাকশন বলে দিচ্ছে সোশালে রীতিমতো ভাইরাল এই ছবি।

  • 4/8

এর আগেও বহুবার নিজের হট এবং গ্ল্যামারাস ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি।

  • 5/8

এই ফটোশুটে রয়েছেন বিদ্যাবালনও। তাঁকে কালো এবং খয়েরি রঙের ফ্লাওয়ার প্রিন্টেড গাউনে দেখা যাচ্ছে।

 

  • 6/8

গত বছর বিদ্যার একটি হট ছবি বেশ ভাইরাল হয়েছিল। যেখানে তিনি শুধুমাত্র বাথরোব পরে ছবিটি তুলেছিলেন। সেটা গত বছরের ক্যালেন্ডার শুট ছিল।

  • 7/8

অভিনেত্রী তারা সুতারিয়া-ও ক্যালেন্ডার শুটের ছবি শেয়ার করেছেন। সেখানে সাদা রঙের ওভার সাইজড শার্ট এবং ব্রাউন রঙের বুট পরে দেখা যাচ্ছে তাঁকে।

 

  • 8/8

তারার ছবিটি সোশালে বেশ ভাইরাল হচ্ছে। তাঁর বয়ফ্রেন্ড আধর জৈনও ছবিতে রিয়্যাক্ট করেছেন।

Advertisement
Advertisement