গত ছয়মাস ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে মুম্বইয়ের বান্দ্রায় Mount Blanc-এক একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত সিং রাজপুত। আর এখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছিল।
জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটি ছিল ৩৬০০ স্ক্যয়ার ফিটের। সঙ্গে ৩টি গাড়ি পার্ক করার জায়গা। চুক্তি অনুযায়ী সেই ফ্ল্যাট মালিককে প্রায় ১৩ লাখ টাকা দিয়েছিলেন সুশান্ত।
তবে তাঁর মৃত্যুর পর সেই ফ্ল্যাট সিল করে দেয় পুলিশ। তদন্তের স্বার্থে বেশ কয়েক মাস বন্ধও থাকে ফ্ল্যাটটি। তারপর তা পুলিশের হেফাজত থেকে মুক্ত হয়।
কিন্তু, তারপর থেকে কোনও ভাড়াটিয়া পাননি ফ্ল্যাট মালিক। তিনি জানিয়েছেন করোনাও এজন্য অন্যতম কারণ। এত ভাড়া দিয়ে কেউ এই ফ্ল্যাটে আসতে চাইছেন না।
কত ভাড়া? এখানেই চমক। সুশান্ত সিং রাজপুত তিন বছরে প্রতিমাসে ভাড়া দিয়েছেন যথাক্রমে ৪ লাখ ৩০ হাজার, ৪ লাখ ৫১ হাজার ও ৪ লাখ ৭৪ হাজার টাকা। গড়ে প্রতিমাসে ৪ লাখ ৫১ হাজার টাকা।
তবে ভাড়াটিয়া না পেয়ে সেই ফ্ল্যাটের দাম অনেকটাই কমিয়ে দিয়েছেন মালিক। তিনি জানিয়েছেন, মাসিক ৪ লাখ টাকা পেলেই তিনি ফ্ল্যাট ভাড়া দিয়ে .দেবেন।