বলিউড ডিভা সুস্মিতা সেন ১৯ নভেম্বর ৪৫ বছর পূর্ণ করলেন।
এই মুহূর্তে প্রেমিক রহমান শল ও দুই মেয়ের সঙ্গে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন সুস্মিতা।
১৯৯৪ সালে 'মিস ইউনিভার্স' খেতাব জিতেছিলেন এই বাঙালি কন্যা।
১৯৯৬ সালে 'দস্তক' ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় তাঁর।
এরপর 'বিবি নম্বর ১','ফিজা' , 'আঁখে', 'মে হু না' -র মতো একাধিক ছবিতে দর্শকদের মন জিতেছেন সুস্মিতা।
২০১৫ সালে সৃজিত মুখার্জী পরিচালিত 'নির্বাক' ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গেছে তাঁকে। ছবিতে সুস্মিতা ছাড়াও ছিলেন যীশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, অঞ্জন দত্ত ও অন্যান্যরা।
সম্প্রতি তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'আরিয়া' যথেষ্ট প্রশংসিত হয়েছে।
মাত্র ২৪ বছর বয়সে বিয়ে না করেই কোল এসেছে সন্তান। তারপর থেকে সিঙ্গেল পেরেন্ট হিসেবে দুই সন্তান রেনে ও আলিশাকে নিয়ে মাতৃত্বের পুরো স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী।
২০১৪ সালে 'অ্যাডিশনস ডিজিজ' নামে ক্রনিক রোগে আক্রান্ত হয়েছেন সুস্মিতা। তারপর থেকে লড়ে যাচ্ছেন সেই রোগ নিয়েই।
ফিটনেস ফ্রিক অভিনেত্রীকে প্রায়শই দেখা যায় শরীরচর্চার ছবি শেয়ার করতে।
বর্তমানে রহমান শলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুস্মিতা। মাঝে মধ্যেই দুজনে শেয়ার করেন বিশেষ মুহূর্তের ছবি।
সুস্মিতার বড় মেয়ে 'রেনে' সম্প্রতি 'সুট্টাবাজ' ছবিতে ডেবিউ করতে চলেছেন। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে তার ট্রেলার।