বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। ব্যক্তিগত ছাড়াও বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সরব হন তিনি।
প্রায় আড়াই বছর পর নিজের পুরনো বাড়িতে ফিরেছেন অভিনেত্রী। আর এই উপলক্ষে স্বরার বাড়িতে আয়োজন করা হয়েছিল গৃহপ্রবেশের পুজোর। যেই ছবি তিনি শেয়ার করেছেন নেটমাধ্যমে।
সমস্ত নিয়মকানুন মেনে বাড়ির পুজোয় সামিল হয়েছেন স্বরা। তাঁর পরনে রয়েছে হালকা তুঁতে রঙা একটি শাড়ি।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমার হিন্দু দেবতাদের কাছে প্রার্থনা করছি, তবুও দলিত বা মুসলমানদের হত্যার বিরুদ্ধে আমি। এখনও বর্ণ বৈষম্যে বিশ্বাস করি না। এখনও সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমতায় বিশ্বাস করি। তবুও অন্যায়, ঘৃণা ও গোঁড়ামির বিরুদ্ধে সরব হতে পারি। আশ্চর্যজনকভাবে এটা সম্ভব!"
এই ক্যাপশন সহ ছবিগুলি পোস্ট করার পর মুহূর্তেই স্বরা ভাস্করের কমেন্ট বক্স ভরেছে নেটিজেনদের বিভিন্ন মন্তব্যে। ফের ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। এমনকী তাঁর ব্যক্তিত্ব নকল বলে অভিযোগ তোলেন অনেকে। এছাড়াও তাঁকে বলা হয়, "পুজো না করে নামাজ পড়ুন"। ছবিতে পুরোহিতকে দেখে এক নেটিজেন বলেন, "এখানে মৌলবী সাহেবের আসা উচিত ছিল।"
এর আগেও বহুবার মুসলমান সম্প্রদায়কে সমর্থন করে তাঁদের হয়ে প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন স্বরা ভাস্কর। আর এজন্যে তাঁকে বহুবার ট্রোলড হতে হয়েছে।
'তন্নু ওয়েডস মন্নু', 'রাঞ্ঝানা' -র মতো ছবিগুলিতে অভিনয় করেছিলেন স্বরা। তাঁর অভিনীত শেষ ছবি 'ভিরে ডি ওয়েডিং'। এছাড়াও পাইপ লাইনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। যার মধ্যে 'শীর কোর্মা' এবং 'জাহান চার ইয়ার' মুক্তি পায়নি এখনও।
সমস্ত ছবি সৌজন্য - ইন্সটাগ্রাম ও ট্যুইটার