Advertisement

মনোরঞ্জন

নেহার পরই গাঁটছড়া বাঁধতে চলেছেন উদিত পুত্র,পাত্রীটি কে ?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 03 Nov 2020,
  • Updated 10:52 PM IST
  • 1/8

আবার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। বিয়ে করতে চলেছেন সঙ্গীতশিল্পী- অভিনেতা আদিত্য নারায়ণ। তবে কে হবে তাঁর জীবনসঙ্গী? 
 

  • 2/8

দীর্ঘ ১১ বছরের বন্ধু অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন উদিত নারায়ণ পুত্র। 

  • 3/8

 শ্বেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, " আমরা বিয়ে করছি। আমি জীবিত সেই সৌভাগ্যবান ব্যক্তি যে শ্বতাকে খুঁজে পেয়েছে ১১ বছর আগে। আমরা আগামী ডিসেম্বরে বিয়ে করতে চলেছি। আমরা দুজনেই সমস্ত কিছু খুব ব্যক্তিগত রাখতে পছন্দ করি এবং মনে করি এটাই সবচেয়ে ভালো উপায়। বিয়ের প্রস্তুতির জন্যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু দিনের বিরতি নিচ্ছি। আবার ডিসেম্বর মাসে দেখা হবে"।

  • 4/8

বিক্রম ভাটের পরিচালনায় ২০১০-এ মুক্তিপ্রাপ্ত ছবি 'শাপিত' -এ একসঙ্গে অভিনয় করেছিলেন আদিত্য-শ্বেতা।

  • 5/8

ছেলের বিয়ের জন্যে বাবা উদিত নারায়ণ ও মা দিপা নারায়ণ খুবই খুশী।

  • 6/8

কানাঘুষো শোনা যায় কিছুদিন আগে গায়িকা নেহা কক্করের সঙ্গে বিয়ে করার কথা ছিল আদিত্যর। তবে পরে জানা যায় বিষয়টি একটি শোয়ের প্রচারের জন্য।
 

  • 7/8

সম্প্রতি রোহনপ্রীত সিং-র সঙ্গে বিয়ে হয়েছে নেহা কক্করের। তাঁর কিছুদিনের মধ্যেই নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনলেন আদিত্য।

  • 8/8

 এর আগেও বহুবার বিয়ের গুজব ছড়ালেও এবারে সত্যি তাঁর সঙ্গীর সঙ্গে চার হাত এক হবে নাকি বিষয়টি পুরোটাই গুজব, তা নিয়ে রয়েছে ধোঁয়াসা।

Advertisement
Advertisement