Advertisement

শুটিং ফ্লোরে ব্রেন স্ট্রোক 'আশিকি' অভিনেতা রাহুল রায়ের, ভর্তি হাসপাতালে

কারগিলে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল রায়ের ব্রেন স্ট্রোক হয়। কারগিলের কঠোর আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। মুম্বইয়ের নানাবতী হসপিটালে ভর্তি করা হয়েছে রাহুল রায়কে।

রাহুল রায়
Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Nov 2020,
  • अपडेटेड 8:07 PM IST
  • কারগিলে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল রায়ের ব্রেন স্ট্রোক
  • কারগিলের কঠোর আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা
  • মুম্বইয়ের নানাবতী হসপিটালে ভর্তি করা হয়েছে রাহুল রায়কে

কারগিলে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল রায়ের ব্রেন স্ট্রোক হয়। কারগিলের কঠোর আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। মুম্বইয়ের নানাবতী হসপিটালে ভর্তি করা হয়েছে রাহুল রায়কে।

অনেকদিন পর আবার ছবিতে কাজ করছিলেন অভিনেতা রাহুল রায়। পরিচালক নীতিন কুমার গুপ্তার আসন্ন ছবি 'এলএসি- লাইভ দ্য ব্যাটেল' ছবির শুটিং চলছিল কারগিলে। শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন অভিনেতা রাহুল রায়। ব্রেন স্ট্রোক হয় তাঁর। কারগিলের কঠোর আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে প্রথমে শ্রীনগর এবং সেখান থেকে মুম্বই নিয়ে আসা হয়। এখন মুম্বইয়ের নানাবতী হসপিটালে ভর্তি করা হয়েছে রাহুল রায়কে।

৫২ বছরের রাহুল রায়ের সাতদিন আগেই ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানা গেছে। ওই সময় তাঁকে কারগিল থেকে প্রথমে শ্রীনগর এবং সেখান থেকে মুম্বই নিয়ে আসা হয়। শনিবার, ২৮ নভেম্বর মুম্বইয়ের নানাবতী হসপিটালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। রাহুল রায়ের শ্যালক রোমির সেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন রাহুলের হেল্থ আপডেট। একইসঙ্গে তিনি জানিয়েছেন রাহুল রায় সুস্থ হয়ে উঠছেন। 

পরিচালক নীতিন কুমার গুপ্তার নতুন প্রোজেক্টে কাজ করছিলেন রাহুল রায়। পরিচালক ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করছেন এই ছবি। অভিনেতা নিশান্ত সিং মালকানিও রয়েছেন এই ছবিতে। গালওয়ান উপত্যকায় চিন-ভারত সংঘাতের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছিল এই ছবি। 

মহেশ ভাটের পরিচালনায় ১৯৯০-এ 'আশিকি' ছবি দিয়েই বলিউডে পা রাখেন রাহুল রায়। বিপরীতে অনু আগরওয়াল। ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। ছবির গান মন কেড়েছিল সকলের। এর ঠিক দুবছর পরই 'জুনুন' ছবিতে বিক্রম রায়ের চরিত্রে অভিনয় করে বেশ মন জয় করেছিলেন অভিনেতা রাহুল রায়। এরপর 'প্যার কা সায়া', 'জনম', 'স্বপ্নে সাজান কে'-র মত একের পর এক ছবিতে অভিনয় করেন রাহুল রায়। 

Advertisement

'বিগ বস সিজন ১'-এ রাহুল রায় নিয়েছিলেন। রবি কিশান এবং ক্যারল গ্রেসিসকে পরাজিত করে বিজয়ীর ট্রফি পেয়েছিলেন তিনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement