Advertisement

এবার রণবীরের প্রতিবেশী আলিয়া! কিনলেন ৩২ কোটির অ্যাপার্টমেন্ট

বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) সম্পর্কের কথা এখন আর কারো অজানা নেই। সোশ্যাল মিডিয়াতেও উঁকি মারলে প্রায়শই নজরে আসে তাঁদের একসঙ্গে ছবি। এবার বয়ফ্রেন্ডের বাড়ির কাছেই মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন আলিয়া। 

এবার রণবীরের প্রতিবেশী আলিয়া (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 30 Nov 2020,
  • अपडेटेड 3:45 PM IST
  • এবার রণবীরের কাপুরের প্রতিবেশী হলেন আলিয়া ভট্ট।
  • কিনলেন ৩২ কোটির অ্যাপার্টমেন্ট।
  • অ্যাপার্টমেন্টের সাজসজ্জার দায়িত্বভার গৌরী খানের।

বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) সম্পর্কের কথা এখন আর কারো অজানা নেই। সোশ্যাল মিডিয়াতেও উঁকি মারলে প্রায়শই নজরে আসে তাঁদের একসঙ্গে ছবি। এবার বয়ফ্রেন্ডের বাড়ির কাছেই মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন আলিয়া। 

মুম্বইয়ের জুহু এবং লন্ডনের কনভেন্ট গার্ডেনে অভিনেত্রীর আরও দুটি বাড়ি রয়েছে। জুহু-র বাড়িতে তাঁর বোন শাহিনের সঙ্গে থাকতেন অভিনেত্রী। একটি সংবাদ মাধ্যমে বেরানোর রিপোর্ট অনুযায়ী, ২,৪৬০ বর্গ ফুটের এই অ্যাপার্টমেন্ট বান্দ্রার পালি হিলসের 'বাস্তু' কমপ্লেক্সে। অ্যাপার্টমেন্টটি কিনতে আলিয়ায় লেগেছে প্রায় ৩২ কোটি টাকা। এই কমপ্লেক্স এর পাঁচ তলায় থাকবেন আলিয়া। একই কমপ্লেক্সের সাত তলায় থাকেন রণবীর।

শোনা যাচ্ছে, আলিয়ার এই নতুন অ্যাপার্টমেন্টের সাজসজ্জা করবেন ইন্টেরিয়ার ডিজাইনার ও প্রযোজক তথা কিং খানের পত্নী গৌরি খান। রণবীরের বাড়ির সাজসজ্জাও ডিজাইন করেছিলেন গৌরী নিজেই।

 জুহুর অ্যাপার্টমেন্টটি ১৩.১১ কোটি টাকায় প্রথমবার নিজে কিনেছিলেন মহেশ ভট্ট কন্যা। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, ছোটবেলা থেকে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লন্ডনে বেড়াতে যেতেন। তাই তাঁর স্বপ্ন ছিল লন্ডনে একটি বাড়ি কেনার। সেটি ২০১৮ সালে পূরণ করতে পেরেছেন তিনি।

খবর অনুযায়ী, লক্ষ্মী পুজোর দিন নতুন অ্যাপার্টমেন্টের গৃহপ্রবেশের পুজো সেরে ফেলেছেন আলিয়া। উপস্থিত ছিলেন কাছের বন্ধু-বান্ধব যেমন করণ জোহার, অয়ন মুখোপাধ্যায়, রণবীর কাপুর এবং অন্যান্য আত্মীয়-স্বজনেরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রম্ভাস্ত্র' ছবির শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত আলিয়া - রণবীর দুজনেই। আগে চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে পরিস্থিতির জন্যে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ। আশা করা হচ্ছে আগামী বছরই মুক্তি পাবে ছবিটি‌ তবে এখনও পর্যন্ত মুক্তির সঠিক তারিখ পাওয়া যায়নি। 'ব্রম্ভাস্ত্র '- র কাজ শুরু হয়েছে ২০১৮ সাল থেকে।এখনও পর্যন্ত ছবির বাজেট প্রায় ৩০০ কোটি ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। তাই ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement