Advertisement

সিংহ দেখতে গিয়ে 'বিপাকে' আমির, কী ঘটল গির অরণ্য়ে?

১৫ তম বিবাহ বার্ষিকী উদযাপন করতে আমির খান (Amir Khan) ও কিরণ রাও (Kiran Rao) বর্তমানে গুজরাটে রয়েছেন। পরিবারের সঙ্গে এই মুহূর্তে ছুটি উপভোগ করছেন তাঁরা। আমির, কিরণ, তাঁদের ছেলে আজাদ ও মেয়ে ইরাকে নিয়ে বিমানবন্দরে দেখা গিয়েছিল সম্প্রতি। গির অভয়ারণ্যে (Gir National Park and Wildlife Sanctuary) সিংহ দেখতে গিয়েই এবার কার্যত 'বিপাকে' আমির। 

আমির খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 30 Dec 2020,
  • अपडेटेड 6:15 PM IST
  • বিবাহ বার্ষিকী উদযাপনে পরিবারসহ গুজরাতে রয়েছেন আমির খান।
  • গির অভয়ারণ্যে সিংহ দেখতে গিয়েছিলেন তাঁরা।
  • সিংহ দেখতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেতা।

১৫ তম বিবাহ বার্ষিকী উদযাপন করতে আমির খান (Amir Khan) ও কিরণ রাও (Kiran Rao) বর্তমানে গুজরাটে রয়েছেন। পরিবারের সঙ্গে এই মুহূর্তে ছুটি উপভোগ করছেন তাঁরা। আমির, কিরণ, তাঁদের ছেলে আজাদ ও মেয়ে ইরাকে নিয়ে বিমানবন্দরে দেখা গিয়েছিল সম্প্রতি। গির অভয়ারণ্যে (Gir National Park and Wildlife Sanctuary) সিংহ দেখতে গিয়েই এবার কার্যত 'বিপাকে' আমির। 

বিশেষ দিন উদযাপনে স্ত্রীয়ের জন্যে 'তুম বিন' গাইতেও দেখা গেছে 'লাগান' অভিনেতাকে।

 

সকাল ৭টায় গিরের জঙ্গল ঘুরে দেখতে গাড়ি করে হাজির হয়েছিলেন আমিরের পরিবার। ২৮ ডিসেম্বর গিরেরই এক রিসোর্টে বিবাহবার্ষিকী পালন করেছেন তাঁরা।

আরও পড়ুন: জঙ্গলেই বিবাহবার্ষিকী! কাকভোরে গির অরণ্যে সস্ত্রীক আমির খান

তবে এবার সেই আনন্দে খানিক ভাটা পড়তে পারে এই বলিউড অভিনেতাের। গির অরণ্যে নিষিদ্ধ এলাকায় প্রবেশসহ সিংহ বন্দীর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বন্যপ্রাণী সক্রিয় কর্মী গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন। সম্প্রতি আমির খানের গির অরণ্য সফরে অভিযোগ উঠেছে যে তিনি একটি নিষিদ্ধ এলাকায় সিংহ দেখতে গিয়েছিলেন।

আমির খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

পোরবন্দর জেলার বন্যপ্রাণী ওয়ার্ডের সদস্য ভানু ওডেদরা গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি, বিক্রমনাথকে চিঠি লিখে দাবি করেছেন, আমির খান নিষিদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভানু ওডেদরা বলেছেন, 'গির অরণ্যে সিংহের জন্যে ট্র্যাকার রাখা হয়। অনেক সময় এমন হয় যে পর্যটকরা একই পথে গেলে তাঁরা একটিও সিংহ দেখতে পান না। এদিকে সিংহকে আমির খানের ট্রেকারে ১৩ টি সিংহ হেঁটে যেতে দেখা গেছে। সেটাও আবার সকালে। এটা খুবই অস্বাভাবিক।"

Advertisement

আরও পড়ুন: শেষ হল 'অতরঙ্গি রে' ছবিতে ধনুশের শ্যুট! উদযাপনে টিম

চিঠিতে কী লেখা আছে?

গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভানু ওডেদরার লেখা চিঠিতে বলা আছে যে, আমির খানের রুটে ১৩ টি সিংহকে রেডিও কলের মাধ্যমে থামানো হয়েছিল। এই চিঠিতে আরও বলা হয়ে যে সংসাণ গিরে অনেক তারকা আসেন। তাঁদের সফরের জন্যে সেখানে বসবাসকারী সিংহরা বিচলিত হয়। চিঠিতে আবেদন করা হয়েছে যাতে আদালত এ বিষয়ে মনোযোগ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেন।

আমিরের বিরুদ্ধে অভিযোগ

শোনা গেছে যে আমির খানের সঙ্গে প্রায় ৫০ জনের একটি কনভয় ছিল। তাঁর কনভয়ের লোকেরা সকাল থেকে সন্ধ্যা অবধি বনের অভ্যন্তরের কিছু নিষিদ্ধ এলাকা যান। এবং এই জন্যই, অরণ্যের সিংহদের বন্দী করা হয়েছিল।
গত ২৭ ডিসেম্বর, আমির খান তাঁর পরিবারের সঙ্গে গুজরাটের গির অরণ্য পরিদর্শন করেছিলেন। সিংহ দেখতে আমির খান হাই-টেক মনিটরিং সেন্টারেও গিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়ে কর্মকর্তাদের সঙ্গে কথপোকথন করেছেন অভিনেতা। এবং তার সঙ্গে সিংহদের নজরদারি করার কৌশলও শিখেছেন। এর সঙ্গে এবিষয়ে  চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও তথ্য নিয়েছেন আমির।

 

প্রসঙ্গত, এই মুহূর্তে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা' আলোচনায় রয়েছে। ছবিটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার জেরে ২০২১ সালে মুক্তি পাবে ছবিটি। ছবিতে কারিনা কাপুর খানও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ছবিটি হলিউড ব্লকবাস্টার ছবি 'ফরেস্ট গাম্প'-র রিমেক  'লাল সিং চাড্ডা' ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement