Advertisement

আবারো বিতর্কের শীর্ষে বিগ বস! শো বয়কটের ডাক নেটিজেনদের

'বিগ বস' ও 'বিতর্ক' এই কথা দুটি বলা যায় সমার্থক। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই রিয়েলিটি শো।

বিতর্কের শীর্ষে বিগ বস ১৪
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Oct 2020,
  • अपडेटेड 5:56 PM IST
  • বিগ বস ১৮ নিয়ে উঠল বিতর্কের ঝড়।
  • অভিযোগ, সিদ্ধার্থ শুক্লার সঙ্গে অশ্লিল নাচে মত্ত হয়েছেন মহিলা প্রতিযোগীরা।
  • শো বয়কটের ডাক দিল নেটিজেনরা।

'বিগ বস' ও 'বিতর্ক' এই কথা দুটি বলা যায় সমার্থক। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই রিয়েলিটি শো।

 ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের সিজন ১৪। আর শুরুর কিছুদিনের মধ্যেই  উঠল বিতর্কের ঝড়। ভাইজানের শো বয়কটের ডাক দিল নেটিজেনরা। ঠিক কী হল এমন, যার জন্যে এই পরিস্থিতি? 

প্রতিবারের মতো এবারও বিগ বসে রয়েছে অনেকগুলো খেলা বা টাস্ক। তার মধ্যে একটি ছিল প্রাক্তন সিজনের বিজেতা সিদ্ধার্থ শুক্লার মন জয় করতে হবে মহিলা প্রতিযোগীদের। এই টাস্কে যে জিতবে তাঁকে সে পাবে 'ইমিউনিটি'। অর্থাৎ তাঁকে  অন্যরা হাউজ থেকে বের করতে পারবেন না। 

গত ৮ অক্টোবর বিগ বসের একটি প্রোমো দেখে মাত্রা ছাড়ালো অশ্লীলতা ও চূড়ান্ত অশালীনতার অভিযোগ এনেছে অনেকে। অভিযোগ, এই সিজনের প্রতিযোগী রুবিনা দিলায়েক, জাসমিন ভাসিন,পবিত্রা পুনিয়া ও নিক্কি তাম্বোলি -কে দেখা গেছে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে অশ্লিল নাচে মত্ত হতে। সোশ্যাল মিডিয়ার বয়কট বিগ বস ও বয়কট সালমান খান লিখে প্রতিবাদের ঝড় উঠেছে।

প্রত্যেক সিজনেই কখনো প্রতিযোগীদের দেখা যায় অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে, তো কখনো কটু কথা ব্যবহার করতে‌। কখনো আবার চলে তুমুল ঝগড়া - কান্নাকাটি‌। এই নিয়ে সমালোচনা হয়েছে আগেও। কিন্তু নানা জল্পনা কাটিয়ে শুরু হয়েছে বিগ বসের সিজন ১৪। আর তার কিছুদিনের মধ্যেই আবারও শুরু হয়ে গেল সেই সমালোচনা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement