Advertisement

বলিউডের নামী প্রযোজকের বাড়িতে উদ্ধার ড্রাগ, NCB-র তলব

গত ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে ড্রাগ ইস্যু নিয়ে চর্চা শীর্ষে। একে একে ড্রাগ ইস্যুতে উঠে এসেছে একাধিক বলিউড তারকার নাম। এই মাদকচক্রের তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) বা এনসিবি (NCB), এবার শীর্ষস্থানীয় বলিউড প্রযোজক ফিরোজ নদিয়াদওয়ালার বাড়িতে তদন্ত করে উদ্ধার করেছে মাদক। ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে তাঁকে। 

ফিরোজ নাদিয়াদওয়ালা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 08 Nov 2020,
  • अपडेटेड 4:13 PM IST
  • বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা-র বাড়ি থেকে NCB-র তদন্তে উদ্ধার মাদক। 
  • তাঁর স্ত্রীকে রবিবার এনসিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়।
  • শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁকেও সমন পাঠাবে কেন্দ্রীয় সংস্থা।

গত ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে ড্রাগ ইস্যু নিয়ে চর্চা শীর্ষে। একে একে ড্রাগ ইস্যুতে উঠে এসেছে একাধিক বলিউড তারকার নাম। এই মাদকচক্রের তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) বা এনসিবি (NCB), এবার শীর্ষস্থানীয় বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala) বাড়িতে তদন্ত করে উদ্ধার করেছে মকে। ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে তাঁকে। 

সূত্রের খবর অনুযায়ী NCB কর্মকর্তারা প্রযোজকের মুম্বইয়ের উপকূলীয় পশ্চিম শহরতলির বাড়িতে তল্লাসি করে উদ্ধার করেছেন বেশ কিছু পরিমাণ মাদক। তবে তল্লাসির সময় বাড়িতে উপস্থিত ছিলেন না প্রযোজক। 

ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীকে রবিবার এনসিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁকেও সমন পাঠাবে কেন্দ্রীয় সংস্থা। এর আগে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পড়ে উঠে এসেছিল ফিরোজ নাদিয়াদওয়ালার নাম।

এনসিবি ৪ টি স্থানে তল্লাসি করেছে 


শনিবার সন্ধ্যায় এনসিবির কর্মকর্তারা মুম্বইয়ের চার স্থানে অভিযান চালিয়ে  উদ্ধার করেছে গাঁজা এবং এমডি। গত শনিবার অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে মুম্বইয়ের এনসিবি অফিসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বলিউডে ড্রাগ ইস্যুতে গ্রেপ্তার 

সম্প্রতি, ড্রাগ মামলায় অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডসের ভাই দক্ষিণ আফ্রিকার অ্যাগিসিয়ালোস ডেমেট্রিয়াডসকে এনসিবি গ্রেফতার করেছে। এর আগে ধর্মা প্রোডাকশনস-র প্রাক্তন কর্মী ক্ষিতিজ প্রসাদকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছিল। মুম্বইয়ে কোকেন সরবরাহের জন্য গ্রেপ্তার হওয়া নাইজেরিয়ান নাগরিকের সঙ্গে অ্যাগিসিয়ালোস এবং প্রসাদ দু'জনেরই যোগাযোগ ছিল। নাইজেরিয়ার নাগরিক ওমেগা গডউইন, এনসিবির কর্মকর্তাদের এবিষয়ে জানিয়েছিলেন এবং এরপরেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শোভিক চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুতের কর্মীরা স্যামুয়েল মিরান্ডা ও দিপেশ সাওয়ান্তকে এর আগে মাদকের মামলায় এনসিবি গ্রেফতার করেছিল। রিয়া মুম্বইয়ের বাইকুলা কারাগারে প্রায় একমাস কাটিয়ে জামিনে মুক্তি পেয়েছেন। 

Advertisement

প্রসঙ্গত, বলিউডে মাদক চক্রের যোগ ইস্যুতে এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সহ বলিউডের বেশ কিছু তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শোভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের পর থেকে একের পর এক উঠে আসে বলিউডের তাবর তারকাদের নাম। তারই মাঝে দীপিকা পাড়ুকোনের পুরনো এক হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। সেখান থেকেই সূত্রপাত হয় এই সমস্যার।


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement