Advertisement

Celina Jaitly Controversy: 'বাবা- ছেলের শয্যাসঙ্গিনী ছিলেন সেলিনা'! ফারদিন- ফিরোজের নাম জুড়ে কটাক্ষ, পাল্টা জবাব নায়িকার

Celina Jaitly- Fardeen Khan- Feroz Khan: সেলিনার সঙ্গে ফিরোজ খান ও ফারদিন খানের নাম জুড়ে কুরুচিকর মন্তব্য করেন এক ব্যক্তি। ট্যুইটটি নজরে আসে প্রাক্তন মিস ইন্ডিয়ার। অশালীন ট্যুইটের বিরুদ্ধে মুখ খুললেন 'নো এন্ট্রি' নায়িকা। 

সেলিনা জেটলি, ফারদিন খান ও ফিরোজ খান (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 12 Apr 2023,
  • अपडेटेड 7:50 PM IST

সংবাদ শিরোনামে সেলিনা জেটলি (Celina Jaitly)। পর্দা থেকে বিরতি নিয়েছেন দীর্ঘদিন। তবু তাঁকে নিয়ে কম চর্চা হয় না। সেলিনাকে নিয়ে মন্তব্য করেন দুবাইয়ের স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু। সেলিনার সঙ্গে ফিরোজ খান (Feroze Khan) ও ফারদিন খানের (Fardeen Khan) নাম জুড়ে কুরুচিকর মন্তব্য করেন এই ব্যক্তি। ট্যুইটটি নজরে আসে প্রাক্তন মিস ইন্ডিয়ার। অশালীন ট্যুইটের বিরুদ্ধে মুখ খুললেন 'নো এন্ট্রি' নায়িকা। 

সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনায় সেলিনা জেটলি। নিজেকে বিদেশী সেন্সর বোর্ডের সদস্য বলে দাবি করেন উমের সান্ধু নামের এই ব্যক্তি। সেলিনাকে নিয়ে কটূকথা ট্যুইট করেন তিনি। সেই ট্যুইটে লেখা ছিল, "সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যিনি বাবা (ফিরোজ খান) এবং ছেলে (ফারদিন খান) দু’জনেরই শয্যাসঙ্গিনী...।"

আরও পড়ুন:  'মৃত্যু তোমায় স্বাগত...'! ফেসবুক পোস্ট করে ফের ভাইরাল নোবেল

এই ট্যুইট দেখা মাত্রই সেলিনা রিট্যুইট করে লেখেন, "মিস্টার সান্ধু, এই ট্যুইটটি করায় আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে, দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন। যৌন অক্ষমতা সেরে উঠবে, আপনি হয়তো সে আশাও করছেন। সেরে ওঠার আরও উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করান!" 

 

 

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে শন! ছোট পর্দার হার্টথ্রবের বড় চমক

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত 'জানশীন' (Janasheen) ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় সেলিনা জেটলির। ফিরোজ খানের পরিচালনায়, তাঁর  ছেলে ফারদিনের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠলেও, একের পর এক ছবিতে নজর কাড়েন তিনি। 'টম ডিক অ্যান্ড হ্যারি', 'আপনা স্বপ্না মানি মানি', 'নো এন্ট্রি', 'গোলমাল রিটার্নস'-র মতো মতো ছবিতে অভিনয় করেছেন সেলিনা। এরপর তিনি হঠাৎ সরে যান অভিনয় জগৎ থেকে। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'সিজনস গ্রিটিংস' ছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন নায়িকা।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement