সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে খবরের শীর্ষে রয়েছেন রিয়া চক্রবর্তী। অভিনেতার মৃত্যুর পরে বলিউডে ড্রাগ র্যাকটের তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনসিবি গ্রেপ্তার করে তাঁকে। টানা ২৮ দিন জেলে থাকার পর বুধবার জামিন পেয়েছেন রিয়া।
অভিনেত্রীর জামিনের পরেই উদ্দেশ্যমূলকভাবে করা একটি ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে। যাতে লেখা রয়েছে তাঁর অপরাধ কী? "@tweet2_rhea" নামক ট্যুইটার হ্যান্ডেল থেকে করা ট্যুইটে লেখা রয়েছে, " টানা ২৮ দিন জেলে থাকার পর জামিন পেয়েছি, সর্বোপরি কী দোষ ছিল আমার? " তার সঙ্গে #RheaChakraborthy ও #RheaDefeatedArnab লিখে দুটি হ্যাশট্যাগও দেওয়া রয়েছে। ট্যুইটটির সত্যতা যাচাই না করেই নিজেদের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে পাল্টা ট্যুইট করেছেন অনেকে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (এএফডব্লিউএ) যাচাই করেছে "@tweet2rhea" নামক ট্যুইটার হ্যান্ডেলটি আসলে রিয়ার চক্রবর্তীর নয়। এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট, যা অভিনেত্রীর আসল ট্যুইটার হ্যান্ডেল "@Tweet2Rhea" - কে নকল করার চেষ্টা করা হয়েছে।
সাদৃশ্য এবং বৈসাদৃশ্য
আসল এবং জাল দুটির তুলনা করে দেখা গেছে, যে দুটির মধ্যেই পর্যাপ্ত মিল রয়েছে যা সহজেই কোনো ব্যবহারকারীকে বিভ্রান্ত করতে পারে। নকল ট্যুইটার হ্যান্ডেলটির বায়োতে লেখা রয়েছে, "#justiceforssr #justiceforrhea CT-15"। তবে দুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল রিয়া চক্রবর্তীর ট্যুইট হ্যান্ডেল, নীল টিক দেওয়া ভেরিফাইড অ্যাকাউন্ট।
দেখা গেছে রিয়া চক্রবর্তী তাঁর হ্যান্ডেল থেকে গত ১৬ জুলাই - র পর আর কোন ট্যুইট করেননি। সেটিতে তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্যে সিবিআই তদন্তের স্বরাষ্ট্রমন্ত্রী কাছে আবেদন করেছিলেন। এরপরে দীর্ঘদিন ওই অ্যখকাউন্ট থেকে কোনো রকম পোস্ট করা হয়নি। অন্যদিকে নকল হ্যান্ডেলটিতে রাজনীতি থেকে শুরু করে, হাথরাসের ঘটনা পর্যন্ত বিভিন্ন বিষয়ে ট্যুইট করা হয়েছে। এমনকি যখন রিয়া কারাগারে ছিলেন সেই সময়ও পোস্ট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে। গত তিন মাসে নকল অ্যাকাউন্টে থেকে ৩৩৩৫ টি ট্যুইট করা হয়েছে।