Advertisement

কোভিডে আক্রান্ত রণবীর কাপুর, খবরের সত্যতা স্বীকার করলেন নীতু

রণধীর-কে রণবীরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে জানান, হ্যাঁ, রণবীর করোনা পজিটিভ। পরে অবশ্য তিনি আরও বলেন, 'আমি জানি ও অসুস্থ। তবে সঠিক ভাবে বলতে পার না ওর আসলে কী হয়েছে। আমি এখন শহরের বাইরে রয়েছি।'

রণবীর কাপুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2021,
  • अपडेटेड 1:01 PM IST
  • দিন কয়েক আগে মা নীতুর সঙ্গে আলিবাগ থেকে ফেরেন রণবীর। তার পর থেকেই তিনি অসুস্থতার কথা বলেন
  • করোনা টেস্টও করান। কিন্তু তার রিপোর্ট নিয়ে অভিনেতা এখনও মুখ খোলেননি
  • গত কয়েক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। নতুন ভাবে সংক্রমণ ছড়াচ্ছে বেশ কিছু জায়গায়

কোভিডে আক্রান্ত রণবীর কাপুর। গত কয়েক দিন তাঁর শরীর খুব একটা ভালো ছিল না। তিনি কোভিড টেস্টও করান। টেস্ট রিপোর্ট যে পজিটিভ তা জানালেন মা নীতু কাপুর। একটি ইনস্টাগ্রাম পোস্ট করে নীতু লেখেন, 'রণবীরকে নিয়ে আপনাদের চিন্তা এবং শুভকা মনার জন্য ধন্যবাদ। রণবীরের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মতো ও ওষুধ খাচ্ছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে। বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন রণবীর। সমস্ত রকম বিধি নিষেধ মেনে চলছে।'

এ বিষয়ে রণবীরের জ্যাঠা রণধীর কাপুর অবশ্য প্রথমেই জানান রণবীর কোভিড পজিটিভ। পরে তিনি যোগ করেন আপাতত শহরের বাইরে রয়েছেন, তাই এ বিষয়ে সঠিক খবর জানেন না। তবে রণবীর অসুস্থ, এ খবর ঠিক। রণধীর-কে রণবীরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে জানান, হ্যাঁ, রণবীর করোনা পজিটিভ। পরে অবশ্য তিনি আরও বলেন, 'আমি জানি ও অসুস্থ। তবে সঠিক ভাবে বলতে পার না ওর আসলে কী হয়েছে। আমি এখন শহরের বাইরে রয়েছি।'

 

দিন কয়েক আগে মা নীতুর সঙ্গে আলিবাগ থেকে ফেরেন রণবীর। তার পর থেকেই তিনি অসুস্থতার কথা বলেন। করোনা টেস্টও করান। কিন্তু তার রিপোর্ট নিয়ে অভিনেতা এখনও মুখ খোলেননি। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন।

পরবর্তী ছবি শামশেরা মুক্তি পাচ্ছে ২৫ জুন। তার পর রণবীরের বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র মুক্তির অপেক্ষায়। যদিও এখনও তারিখ ঠিক হয়নি। এ ছাড়াও সন্দীপ রেড্ডি বাঙ্গা-র পরবর্তী ছবি অ্যানিম্যালের কাজও শেষ করেছেন রণবীর। আপাতত লভ রঞ্জনের পরবর্তী ছবিতে কাজ করছিলেন। ছবির নাম এখনও ঠিক হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। নতুন ভাবে সংক্রমণ ছড়াচ্ছে বেশ কিছু জায়গায়। রাজ্য সরকার বার বার লকডাউনের কথাও বলছে। তার মধ্যে আমজনতার ঢিলেঢালা মনোভাব চিন্তার ভাঁজ ফেলছে সকলের কপালে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement