Advertisement

Dance Day 2021: জয়া প্রদা থেকে মাধুরী দীক্ষিত! বলিউডের এই সেরা নৃত্যশিল্পীরা সদা বাহার

আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day 2021) উদযাপিত হচ্ছে। এক ঝলক দেখে নেওয়া যাক বলিউডের সেরা নৃত্যশিল্পীদের। ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের নাচের প্রেমে কার্যত পাগল ফ্যানেরা।

জয়া প্রদা ও মাধুরী দীক্ষিত
Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Apr 2021,
  • अपडेटेड 2:55 PM IST
  • ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত হয়।
  • নাচ ছাড়া বলিউডের ছবিগুলি প্রায় অসম্পূর্ণ।
  • ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের নাচের প্রেমে কার্যত পাগল ফ্যানেরা।

নাচ ছাড়া বলিউডের ছবিগুলি অসম্পূর্ণ। ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের নাচের প্রেমে কার্যত পাগল ফ্যানেরা। আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day 2021) উদযাপিত হচ্ছে। এক ঝলক দেখে নেওয়া যাক বলিউডের সেরা নৃত্যশিল্পীদের। 

মাধুরী দীক্ষিত

বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত বর্তমানে 'ডান্স দিওয়ানে' রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে রয়েছেন। মাধুরী, তাঁর অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও জনপ্রিয়। 'আজা নাচলে', 'চনে কে ক্ষেত মে','এক দো তিন', চোলিকে পিছে কেয়া হে', 'মেরা পিয়া ঘর আয়া',  'দিদি তেরা দেবর দিওয়ানা', 'মার ডালা' ছাড়াও আরও একাধিক হিট গানের সঙ্গে তাঁর নাচ দর্শকদের মন জয় করেছে। 

 

 

জয়া প্রদা

অভিনেত্রী জয়া প্রদা তাঁর নাচের জন্যেও পরিচিত। তাঁর নাচের স্টাইলেড় জন্য ফ্যানদের সংখ্যা নেহাত কম না। তাঁর একাধিক গানের মধ্যে 'ডাফলি ওয়ালে'- সবচেয়ে জনপ্রিয়।

 

 

শ্রীদেবী

অভিনেত্রী শ্রীদেবী আমাদের মধ্যে আর নেই। তবে তাঁর স্মৃতি অনুরাগীদের হৃদয়ে এখনও তরতাজা। শ্রীদেবীকে বলা হয় ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার। প্রতিভাবান এই অভিনেত্রীর অভিনয়, নাচ সবই বেশ পরিচিতি পেয়েছিল। 'হাওয়া হাওয়াই', 'মেরে হাতও মে ন ন চুরিয়া হে',' হাওয়া হাওয়াই', 'মে তেরি দুশমন'- র মতো নাচের গানগুলি আজও হিট।

 

হেলেন

হেলেন তাঁর নাচের জন্য পরিচিত। তিনি বলিউডে অন্যতম বিখ্যাত ক্যাবারে ডান্সার। 'পিয়া তু আব তু আজা', 'মুংরা', 'আ জানে যা', 'মেহবুবা মেহবুবা'- মতো আকাধিক ডান্স নম্বর রয়েছে হেলেনের নাচের তালিকায়।

Advertisement

 

হেমা মালিনী

হেমা মালিনী একজন সফল অভিনেত্রীর পাশাপাশি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। আসলে হেমা ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। 'জব তক হে জান', মে মস্তানী দিন জানি', 'মেরি নজর হে তুঝ পে',; দুনিয়া কা মেলা',  এর মতো গানে তাঁর নাচের মাধ্যমে ফ্যানেদে মুগ্ধ করছেন হেমা।

 

গোবিন্দা 

গোবিন্দার নাচ পছন্দ করেন না, এরকম খুব কম মানুষ আছে। নিজের অভিনয়ের সঙ্গে নাচের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে নতুন এক স্ট্যাটাসে পৌঁছেছিলেন গোবিন্দা। তবে খুব কম লোকই জানেন যে কমেডি অভিনেতা জনি লিভারও একজন ভাল নৃত্যশিল্পী। তাঁর এই প্রতিভা অনেক ছবিতে দেখা গেছে।

 


ঋত্বিক রোশন

ঋত্বিক রোশনকে বলা হয় ইন্ডাস্ট্রির 'গ্রীক ভগবান'। তাঁর ফ্যানের সংখ্যা বিপুল। ঋত্বিকের অভিনয়, স্টাইল স্টেটমেন্ট, লুক বরাবরই আলোচনায় থাকে। সেই সঙ্গে শিরোনামে থাকে তাঁর নাচ। একাধিক নাচের মধ্যে 'কাহো না পেয়ার হে', 'এক পল কা জিনা', 'ধুম' নাচগুলি আলোচনায়।

 

শাহীদ কাপুর

শহীদ কাপুর ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও আলোচনায় রয়েছেন। শাহীদ ব্যাক গ্রাউন্ড ডান্সার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। 'তাল' ছবিতে তাঁকে ব্যাক গ্রাউন্ড ডান্সার হিসাবে দেখা গেছে।

 

 

টাইগার শ্রফ

টাইগার শ্রফ অ্যাকশন হিরো হিসাবে পরিচিত। তবে তাঁর নাচের প্রশংসাও কম নয়। 'আই অ্যাম আ ডিস্কো ডান্সার ২.০' থেকে 'জয় জয় শিব শংকর'- গানে তাঁর নাচের স্টেপগুলি একেবারে হিট। 

 

 

আরও পড়ুন:  আগেই বুঝেছিলেন সময় শেষ, ছেলেকে জানিয়েছিলেন ইরফান 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement