Advertisement

কেসরিয়া-র সুর চুরি করা! বলিউডকে একহাত নিলেন পাক অভিনেতা

রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) এই বছরেই মুক্তি পেতে চলেছে। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলা সিনেমাটির ট্রেলার ও গান নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ব্রহ্মাস্ত্রের প্রথম গান কেসরিয়া নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। বলা হচ্ছে এটি পাকিস্তানি গান লারি ছুটে-র নকল।

ফিরোজ খান, পাশে কেসরিয়া গানের দৃশ্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 4:43 PM IST

রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) এই বছরেই মুক্তি পেতে চলেছে। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলা সিনেমাটির ট্রেলার ও গান নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ব্রহ্মাস্ত্রের প্রথম গান কেসরিয়া নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। বলা হচ্ছে এটি পাকিস্তানি গান লারি ছুটে-র নকল।


কেন রেগে গেলেন পাকিস্তানি অভিনেতা?

পাকিস্তানি মিউজিক ব্যান্ডের হিট গান লারি ছুটে এবং কেসরিয়া শোনার পর আপনি উভয় গানের মিল দেখতে পাবেন। কেসরিয়ার কোরাস পাকিস্তানি সুরের সঙ্গে পুরোপুরি মিলে যায়। পাকিস্তানি গান লারি ছুটে আনুষ্ঠানিকভাবে বলিউড মুভি এক চালিস কি লাস্ট লোকালে নেওয়া হয়েছিল। এই মিউজিক ভিডিওতে মুখ্য ভূমিকায় ছিলেন নেহা ধুপিয়া ও অভয় দেওল। এখন যখন এই গানের মিউজিক চুরি করে ব্রহ্মাস্ত্রের টাইটেল ট্র্যাকে ব্যবহার করা হয়েছে, তখন পাকিস্তানি অভিনেতারাও চুপ করে বসে থাকেননি।


বলিউডকে কটূক্তি

বলিউডকে বেশ ভালোই কথআ শুনিয়েছেন পাকিস্তানি অভিনেতা ফিরোজ খান। লেখক আসজাদ নাজিরের টুইটে মন্তব্য করে ফিরোজ খান লিখেছেন- আপনারা নিজেদের মতো করে কিছু তৈরি করুন। লেখক ফিরোজ তার টুইটে লিখেছেন যে বলিউড পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করেছে কিন্তু কৃতিত্ব না দিয়ে তাদের সঙ্গীতকে চুরি করেছে এটা খুবই অযৌক্তিক। মনে হচ্ছে ব্রহ্মাস্ত্রের কেসরিয়া গানের সুর লারি ছুটে থেকে নকল করা হয়েছে।

তবে এই প্রথমবার নয় যে বলিউডের গানে পাকিস্তানি গান থেকে নকল করার অভিযোগ উঠেছে। এর আগে জুগ জুগ জিও-এর গান নাচ পাঞ্জাবনও পাকিস্তানি গান থেকে নকল করা হয়েছিল। কয়েক বছর আগে আবরার-উল-হকের গান একই শিরোনামে মক্তি পায় যা সুপারহিট হয়েছিল। বলিউডের আরও অনেক গান চুরি বা পাকিস্তানি গান থেকে অনুপ্রাণিত হওয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement