Advertisement

মুক্তির আগেই বিতর্ক, গাঙ্গুবাই নিয়ে আলিয়া-সঞ্জয়কে সমন আদালতের

সিনেমার কলাকুশলী এবং যে উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হয়েছে তার লেখকদের বিরুদ্ধে মানহানির মামলা করেন বাবু রাওজি শাহ নামে এখ ব্যক্তি। তিনি নিজেকে গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র বলে দাবি করেন আদালতে।

সঞ্জয় লীলা বনশালী - আলিয়া ভাট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2021,
  • अपडेटेड 10:27 AM IST
  • ছবির প্রধান চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট, ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালী এবং মাফিয়া ক্যুইনস অফ মুম্বই-এর লেখকদ্বয়কে আদালতের সমন পাঠানো হয়েছে
  • রাওজি শাহ আরও দাবি করেন, উপন্যআসে যে ভাবে গাঙ্গুবাইকে দেখানো হয়েছে তাতে তাঁর পরলোকগত মায়ের সম্মানহানি হয়েছে।

মুক্তির আগেই গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি নিয়ে বিতর্ক। সিনেমার কলাকুশলী এবং যে উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হয়েছে তার লেখকদের বিরুদ্ধে মানহানির মামলা করেন বাবু রাওজি শাহ নামে এখ ব্যক্তি। তিনি নিজেকে গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র বলে দাবি করেন আদালতে। সেই ভিত্তিতে ছবির প্রধান চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট, ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালী এবং মাফিয়া ক্যুইনস অফ মুম্বই-এর লেখকদ্বয়কে আদালতের সমন পাঠানো হয়েছে।

রাওজি শাহ আরও দাবি করেন, উপন্যআসে যে ভাবে গাঙ্গুবাইকে দেখানো হয়েছে তাতে তাঁর পরলোকগত মায়ের সম্মানহানি হয়েছে। তাঁর ব্যক্তি স্বাধীনতা এবং গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে। যেহেতু সিনেমাটি এই উপন্যআসের উপর ভিত্তি করে তৈরি, তাই ছবির পরিচালক এবং গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করা আলিয়া ভাটের বিরুদ্ধেও মানহানির মামলা করা হয়েছে। এর আগে একই দাবি নিয়ে সেশন কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহ। তিনি বইয়ের বিক্রি উপর নিষেধাজ্ঞা চেয়েছিলেন এবং গাঙ্গুবাই সিনেমার প্রোমো, ট্রেলার ও ছবিটি যাতে দিনের আলো না দেখে তার আবেদন করেন। কিন্তু তাঁর মামলা খারিজ হয়ে যায়।

আধালতের বক্তব্য ছিল, বইটি ২০১১ সালে প্রকাশিত হয়ে গিয়েছে। ফলে তাঁর এই দাবি ২০২১ সালে দাঁড়িয়ে অযৌক্তিক। একই সঙ্গে রাওজি শাহ যে গাঙ্গুবাইয়ের দত্তক নেওয়া সন্তান তারও কোনও গ্রহণযোগ্য প্রমাণ আদালতে দেখাতে পারেননি শাহ। তিনি আরও দাবি করেন, সিনেমাটি কোনও বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নয়, অতিরঞ্জিত কাহিনির উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা তাঁর এবং তাঁর পরিবারের সম্মানহানি করছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement