Advertisement

Director Pradeep Sarkar Passes Away: বলিউডে ফের অকাল মৃত্যু, প্রয়াত 'পরিণীতা' খ্যাত পরিচালক প্রদীপ সরকার

দীর্ঘদিন ধরেই ডায়ালিসিস চলছিল তাঁর। পটাসিয়াম লেভেল ব্যাপক ভাবে পড়ছিল। ভোররাতে পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। ভোর ৩টেয় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৩টেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

প্রদীপ সরকার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 10:05 AM IST

Director Pradeep Sarkar Dies: ফের বলিউডে অকাল মৃত্যু। প্রয়াত পরিচালক (Director) প্রদীপ সরকার (Pradeep Sarkar)। বয়স হয়েছিল ৬৮ বছর। আজ অর্থাত্‍ শুক্রবার ভোর সাড়ে ৩টেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 'পরিনীতা' (Parineeta Movie), 'লগা চুনারি মে দাগ', মর্দানি (Mardani), হেলিকপ্টার এলা-এর মতো হিট ছবি তৈরি করেছেন প্রদীপ। দীর্ঘদিন ধরেই ডায়ালিসিস চলছিল তাঁর। পটাসিয়াম লেভেল ব্যাপক ভাবে পড়ছিল। ভোররাতে পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। ভোর ৩টেয় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৩টেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

আজ বিকেল ৪টেয় মুম্বইয়ের স্যান্তাক্রুজে প্রদীপ সরকারের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। প্রদীপ সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেত্রী নীতু চন্দ্র। তিনি জানান, প্রদীপ সরকারের ছবি দিয়েই তাঁর ডেবিউ। বলিউডে ছবি বানানোর অনেক আগে থেকেই প্রদীপ সরকার বিজ্ঞাপনের ছবি তৈরি করতেন। তেমনই এক অ্যাড ফিল্মে নীতু চন্দ্রাকে ডেবিউ করান প্রদীপ।

প্রদীপ সরকারের প্রয়াণের খবর শুনেই অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর আত্মার শান্তি কামনা করে ট্যুইট করেছেন। লিখেছেন, 'ওহ! এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। দাদা আপনার আত্মার শান্তি কামনা করি।' 

অ্যাড ফিল্ম তৈরি দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন প্রদীপ সরকার। ২০০৫ সালে 'পরিণীতা' ছবির মাধ্যমে প্রদীপের বলিউড ডেবিউ। প্রথম ছবিই ব্যাপক হিট হয়। প্রদীপ সরকার সম্পর্কে বলিউডে বলা হত, অ্যাড ফিল্মের ডিরেক্টর ছিলেন বলেই তাঁর সিনেমা স্মার্ট। কারণ, বিজ্ঞাপনী ছবিতে খুব কম সময়ে একটা স্টোরি বোঝিয়ে দিতে হয় সহজে। সেই স্মার্টনেস ফুটে উঠত তাঁর সিনেমাতেও। 

সিনেমার পাশাপাশি একাধিক ওয়েব সিরিজও পরিচালনা করেছেন তিনি। যেমন, ফরবিডেন লাভ, কোল্ড লস্সি অউর চিকেন মশালা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement